ভালো সূচনার পরও বড় ইনিংস খেলতে পারলেন না নাঈম, বিজয় ও সাইফ

স্পোর্টস ডেস্ক
  ২১ মে ২০২৫, ২০:৩২


এটা টেস্ট নয়। খেলা হচ্ছে বাংলাদেশ আর নিউজিল্যান্ড ‘এ’ দলের। তারপরও বাংলাদেশ আর নিউজিল্যান্ডের ‘এ’ দলের সিরিজটির একটা অন্যরকম তাৎপর্য্য আছে। তাহলো আইসিসি এফটিপিতে আগামী বছর জানুয়ারিতে ভারত সফর আছে নিউজিল্যান্ডের।
তার ঠিক ৭ মাস আগে বাংলাদেশ সফর করে গেল কিউই ‘এ’ দল। বোঝাই যাচ্ছে ঐ সফরের আগে কয়েকজন ক্রিকেটারকে বাংলাদেশের স্লো ও লো পিচে পরখ করে নিতে চাচ্ছে কিউই ক্রিকেট বোর্ড। কে জানে এই বাংলাদেশ সফর থেকেই হয়ত এক-দু’জনকে আগামী বছরের শুরুতে ভারত সফরে দেখা যেতে পারে।
এটাতো গেল নিউজিল্যান্ড ‘এ’ দলের কথা। বাংলাদেশ ‘এ’ দল কেন একঝাঁক পরিণত ক্রিকেটারে সাজানো? দেখুন! বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং লাইনআপে আছেন বেশ কয়েকজন পরিণত ব্যাটার। যারা জাতীয় দলের পাইপলাইনে আছেন।
তাদের ফিটনেস, অ্যাপ্রোচ, অ্যাপ্লিকেশন ও পারফরমেন্সের সর্বশেষ অবস্থা খুঁটিয়ে দেখাই উদ্দেশ্য। আর তাইতো ঘরোয়া ক্রিকেটের সব পরিণত ও ভাল পারফরমার নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অংকন, অমিত হাসান আর নুরুল হাসান সোহানকে দিয়ে দল সাজানো। সে অর্থে কিউই ‘এ’ দলের সাথে এবার ওয়ানডে আর চারদিনের সিরিজটি সে সব ক্রিকেটারদের আন অফিসিয়াল ‘ট্রায়াল’।
সিলেটে প্রথম চারদিনের সে অঘোষিত ট্রায়াল ম্যাচে নুরুল হাসান সোহান আর মাহিদুল ইসলাম অংকন ছাড়া সে অর্থে সবাই অকৃতকার্য। এবার ঢাকার শেরে বাংলায় শেষ চারদিনের ম্যাচের প্রথম দিন বড় ইনিংস খেলার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তিন ফ্রন্টলাইন ব্যাটার নাইম শেখ, এনামুল হক বিজয় এবং সাইফ হাসান। কিন্তু তিনজনই পুরোপুরি সেট হয়েও শেষ পর্যন্ত উইকেট বিসর্জন দিয়ে ফিরেছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল নাঈম শেখের। নিশ্চিত শতরান হাতছাড়া করেছেন ফর্মে থাকা এ বাঁ-হাতি ওপেনার। যদিও খেলার ধরনটা ঠিক দীর্ঘ পরিসর উপযোগী ছিল না। মেজাজটাও ছিল একদমই ওয়ানডে আদলের। ৮২ রান করতে নাইম শেখ খেলেছেন ৯৪ বল। হাকিয়েছেন ১০ বাউন্ডারি ও ২ ছক্কা।
২ ঘণ্টা ২৯ মিনিট উইকেটে থাকার পর শতরান থেকে মাত্র ১৮ রান দুরে দাঁড়িয়ে নাঈম আউট হয়েছেন কিউই বাঁহাতি স্পিনার জেডন রিচার্ড ল্যানক্সের বলে। ল্যানক্সের ঝুলিয়ে দেয়া ডেলিভারি লং অফের ওপর দিযে তুলে মারতে যান নাইম শেখ। বল আকাশে উঠে যায়। ফিল্ডার ফক্সক্রফট অন্তত ১০-১৫ গজ পিছনে ছুটে মাটিতে শরীর ফেলে সেই ক্যাচ ধরে ফেলেন।
নাইম শেখের আগে ঠিক পঞ্চাশের দোরগোড়ায় গিয়ে আউট হন অপর ওপেনার এনামুল হক। ৯৭ বলে ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ৪৮ রান করার পর পেসার জ্যাকেরি গ্লেন ফক্সের খাট লেন্থের ডেলিভারিকে পুল করতে গিয়ে মাঝ ব্যাটে আনতে ব্যর্থ হন বিজয়। বল তার ব্যাটের একদম ওপরের অংশ ও গ্লাভসে লেগে চলে যায় কিপার হেইয়ের গ্লাভসে।
এরপর খুব আস্থার সাথে খেলে পঞ্চাশ পুরণের পরপরই আউট হন ওয়ান ডাউন সাইফ হাসান। ৮৪ বলে ৩ ছক্কা আর ৪ বাউন্ডারি হাকিয়ে ৫১ রানে পুল আর ফ্লিক এর মাঝামাঝি শট খেলতে গিয়ে লং লেগে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ।
প্রথম ৩ জনের মত রান পাননি। ৩৩ বলে ২ বাউন্ডারি ও এক ছক্কায় ১৯ রানে আউট হন জাকির হাসান। কিউই পার্টটাইম লেগ ব্রেক গুগলি বোলার ম্যাথিউ উইলিয়াম বোয়েলের বলে সুইপ খেলতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি জাকির হাসান।
আজ বৃহস্পতিবার শেরে বাংলায় চা বিরতির পর বৃষ্টিতে বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৪ উইকেটে ২২৫। অমিত হাসান ১৬ আর মাহিদুল ইসলাম অংকন ১ রানে ব্যাট করছেন।