ভারত-পাকিস্তান যুদ্ধের সময়টায় তিনি পাকিস্তানেই ছিলেন। সর্বশেষ অবস্থান করছিলেন রাওয়ালপিন্ডিতে। সেখান থেকে বিশেষ ব্যবস্থায় দুবাই নিয়ে যাওয়া হচ্ছিল নাহিদ রানাদের। বিমানে বসেই শুনতে পান রাওয়ালপিন্ডিতে ভারতীয় বিমান হামলা করেছে।
যুদ্ধের মধ্যে যে কোনো কিছুই ঘটতে পারে। খুব স্বাভাবিকভাবেই নাহিদ রানা নানা দিকের খবর শুনে শঙ্কিত হয়ে পড়েন। উদ্বেগ-উৎকণ্ঠায় তার দিন কেটেছে। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম মনে করেন সেই সময় পাকিস্তানের পরিবেশ-পরিস্থিতি নাহিদ রানাকে হয়তো ‘ট্রমাটাইজড’ করে থাকতে পারে।
আজ বৃহস্পতিবার বিকেলে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে তেমনটাই জানালেন নাজমুল আবেদিন ফাহিম। নাহিদ রানার পাকিস্তান সফরে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে ফাহিম বলেন, ‘যে ধরনের ঘটনার মুখোমুখি ওদের হতে হয়েছে, নাহিদ রানা বা রিশাদ যে ঘটনার মুখোমুখি হয়েছে; সেটা কিছুটা যদি ট্রমাটাইজড করে একজনকে, তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। সে কারণে সম্ভবত ও নিজেকে সরিয়ে নিয়েছে (সিরিজ থেকে)।’
এদিকে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জানিয়েছেন, মোস্তাফিজুর রহমান আইপিএল খেলে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন।
পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় আশ্বস্ত ও সন্তুষ্ট নাজমুল আবেদিন ফাহিম। চাম্পিয়ন্স ট্রফির সময়ে তার নিজের অভিজ্ঞতা শেয়ার করে বিসিবি পরিচালক বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি গিয়েছিলাম। যেরকম নিরাপত্তা তারা (পিসিবি) দেয়, তার থেকে বেশি মনে হয় না বেশি কিছু করার সুযোগ আছে। আমার পিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন-আমাদের পক্ষে যতটুকু নিরাপত্তা দেওয়া সম্ভব আমরা সবকিছু করবো। অলরেডি তো তারা যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে।’
ফাহিম যোগ করেন, ‘সম্প্রতি যে ঘটনা ঘটেছে। ভারত-পাকিস্তানের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতে পারে, সেটাও তাদের বিবেচনায় আছে। নাহিদ রানার কথা তো বললাম। সে যেহেতু রিসেন্টলি ওখানে ছিল, অনেক কিছুর মুখোমুখি হয়েছে। আমরা জানি ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না। এই ধরনের পরিস্থিতি আসলে সাধারণত এভয়েড করতে চায়। সেটাই হয়তো কারণ।’
নাহিদ না গেলেও রিশাদ তো পাকিস্তান সফরে যাচ্ছেন। এই বিষয়ে বিসিবি পরিচালকের বক্তব্য, ‘রিশাদও কিন্তু ভাবেনি যে, তা নয়। তবে আমার ধারণা, আস্তে আস্তে সবাই বোধ হয় একটু স্বাভাবিক হতে পেরেছে। নিজেদের মধ্যে আলাপ করেছে। আমাদের হেড কোচ নিজে যাচ্ছে। সবকিছুই হয়তো অন্যদেরকে মোটিভেট করেছে একটু অন্যভাবে চিন্তা করতে এবং শেষে দলের সঙ্গে যেতে।’