নেপালকে রুখে দিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ০২ আগস্ট ২০২২, ২১:৩৪

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেলে ভারতের ভুবনেশ্বরে লিগ পর্বের শেষ ম্যাচে দশজন নিয়ে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।
৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে ফাইনাল নিশ্চিত করে শহীদুল-মিরাজুলরা।
বাংলাদেশের জন্য সমীকরণটা ছিল সহজ। কোনোরকমে ড্র করলেই ফাইনাল। অন্যদিকে ফাইনালে যেতে হলে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হতো নেপালের। দুই দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাচটি শুরু থেকেই বেশ উত্তেজনা ছড়ায়। আক্রমণ-পাল্টা আক্রমণে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে একটা ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা রূপ নেয় হাতাহাতিতে। ওই হাতাহাতির ঘটনায় বাংলাদেশের শহীদুল ইসলাম ও নেপালের দীপেশ গুরুংকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।