প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে ৭ গোল বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস ডেস্ক
  ০৫ জুলাই ২০২৫, ২০:০৬

কাজের কাজটি বাংলাদেশের মেয়েরা করে ফেলেছিল আগের ম্যাচে মিয়ানমারকে হারিয়ে। ইতিহাস গড়ে এশিয়ান কাপে নাম লেখানোর পর শনিবার আফঈদা-ঋতুপর্ণারা নিয়ম রক্ষার শেষ ম্যাচে মাঠে নেমেছে তুর্কমেনিস্তানের বিপক্ষে। মিয়ানমারের বিপক্ষে খেলানো একাদশ ঠিক রেখেই তুর্কমেনিস্তানের বিপক্ষে দল সাজিয়েছেন ইংলিশ কোচ পিটার বাটলার।
আন্তর্জাতিক ম্যাচ। কোনো ছাড় নেই এখানে। তাই তো সেরা দলটি নেমে তুর্কমেনিস্তানকে নাস্তানাবুদ করতে থাকে শুরু থেকেই। আগ্রাসী ফুটবলে প্রথমার্ধেই বাংলাদেশ এগিয়ে গেছে ৭-০ গোলে।
তুর্কমেনিস্তানের জালে প্রথম বল পাঠাতে বাংলাদেশের মেয়েরা সময় নিয়েছিলেন মাত্র ৪ মিনিট। ডান দিক থেকে শামসুন্নাহার জুনিয়রের ক্রস ধরে তহুরা খাতুন বল ঠেলে দিয়েছেন বক্সের বেশ খানিকটা দূরে দাঁড়ানো স্বপ্না রানীকে। স্বপ্না জোরালো শটে খোলেন গোলের খাতা।
৬ মিনিটে শামসুন্নাহার জুনিয়র ব্যবধান দ্বিগুণ করেন। ১৩ মিনিটে এই রাইট উইঙ্গার নিজের জোড়া পূরণ করে দলকে লিড এনে দেন ৩-০ গোলে। এরপর ১৬ মিনিটে মনিকা চাকমা, ১৮ মিনিটে ঋতুপর্ণা চাকমা ও ২০ মিনিটে তহুরা খাতুনের গোল ম্যাচটি রীতিমতো একপেশে বানিয়ে ফেলে।
২০ মিনিট পর আবার গোল উদযাপন বাংলাদেশের মেয়েদের। এবার রাঙ্গামাটির দুই যুবতি মনিকা ও ঋতুপর্ণার কারিশমা দেখলো দর্শকরা। ডান দিক থেকে শর্ট কর্নার নিয়ে মনিকা বল ঠেলে দেন ঋতুপর্ণাকে।
দেশের ফুটবলের পোস্টারগার্ল উপাধি পাওয়া ঋতুপর্ণা আবার দেখালেন তার বাঁ পায়ের জাদু। ডান পায়ে বলটি থামিয়ে বাম পায়ের শটে কাঁপিয়ে দেন তুর্কমেনিস্তানের জাল। ওই গোলে বাংলাদেশ বিরতিতে গেছে ৭-০ গোলে এগিয়ে।

বাংলাদেশ একাদশ
রুপ্না চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।