যুক্তরাষ্ট্রে মধ্যরাতে ট্রাকের ফ্ল্যাটবেড থেকে ১৩ অভিবাসী উদ্ধার   

ডেস্ক রিপোর্ট
  ০৫ জুলাই ২০২৫, ১১:১১

যুক্তরাষ্ট্রে এক ট্রাকচালকের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে। তার সেমি ট্রাকের ক্যাব ও ফ্ল্যাটবেড অংশ থেকে ১৩ জন অভিবাসীকে উদ্ধার করেছে ইউএস বর্ডার পেট্রোল। ঘটনাটি ঘটে নিউ মেক্সিকোর স্টেট রোড ২৬-এ, ডেমিং ও হ্যাচ শহরের মাঝামাঝি এলাকায়। ২৬ জুন মধ্যরাতের কিছু পর সীমান্ত টহলরত কর্মকর্তারা ট্রাকটিকে থামিয়ে অভিবাসন যাচাই করেন।
পুলিশের সিগন্যাল লাইট চালু করার পর ট্রাকচালক থেমে যান। এ সময় কর্মকর্তারা চালকের সঙ্গে কথা বলেন, যিনি একজন মার্কিন নাগরিক। এ সময় ট্রাকটি তল্লাশি করা হয়। তারা ট্রাকের ক্যাব অংশে এক ব্যক্তিকে লুকিয়ে থাকতে দেখেন যিনি যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি ছাড়াই সেখানে ছিলেন বলে জানায় বর্ডার পেট্রোল।
পরে ট্রাকটিতে আরও তল্লাশি চালিয়ে ফ্ল্যাটবেড ট্রেইলারের নিচে থাকা একটি বিশেষ কক্ষ থেকে আরও ১২ জন অভিবাসীকে ঠাসাঠাসি অবস্থায় উদ্ধার করা হয়। এল পাসো সেক্টরের অস্থায়ী বর্ডার পেট্রোল প্রধান ওয়াল্টার এন. স্লোসার একটি ছবি প্রকাশ করেন, যেখানে অভিবাসীদের যাত্রাপথে অমানবিক অবস্থায় দেখা যায়।
স্লোসার বলেন, পাচারকারীরা মানুষের জীবনের কোনো মূল্য দেয় না। শুধু টাকার লোভেই এসব করে।
চালকের নাম ও অভিবাসীদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। কর্মকর্তারা জানান, চালকের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের পরিবহনের অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।