নেইমারের জোড়া গোলে পিএসজির বড় জয়

স্পোর্টস ডেস্ক
  ১৪ আগস্ট ২০২২, ১৪:৩৯

নেইমারের জোড়া গোলে লিগ ওয়ানে টানা দ্বিতীয় জয় তুলে নিল পিএসজি। মোঁপেলিয়ের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা।
স্বাগতিকদের হয়ে আরও একটি করে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, রেনাতো সানচেস, অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী। নিজেদের প্রথম ম্যাচে ক্লেহমোঁর বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় পেয়েছিল পিএসজি।