ফুটবল সুপার স্টার ড্যাক প্রিসকটের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  ১৬ মার্চ ২০২৪, ১২:১১

আমেরিকান ফুটবলের একজন সুপার স্টার ডালাস কাওবয় এর কোয়ার্টার ব্যাক ড্যাক প্রিসকট। ১৪ মার্চ বৃহস্পতিবার তার বিরোদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে বলে ডালাস পুলিশ নিশ্চিত করেছে। কথিত যৌন নিপীড়নের ঘটনাটি ২০১৭ এর ২ ফেব্রুয়ারিতে ঘঠেছিল। এক্সটিসি কাবারেট নামের একটি স্ট্রিপ ক্লাবের পার্কিং লটে এ ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলে এনএফএল বা কাউবয় এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
১১ মার্চ সোমবার, কলিন কাউন্টিতে দায়ের করা মামলায় প্রিসকট দাবি করেন, ফোর্থ ওয়ার্থ শহরের এক নারী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের মিথ্যা অভিযোগ এনেছেন। ৩০ বছর বয়সী এই সুপারস্টার অভিযোগ করেন, ঐ নারী তাকে ১০০ মিলিয়ন ডলার ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।
মামলা দায়ের করার চার দিন আগে প্রসপার পুলিশের সাথে দেখা করেছিলেন প্রিসকট। তার অ্যাটর্নি, লেভি জি ম্যাককাথার্নও তখন সাথে ছিলেন। ম্যাককাথার্ন বলেছেন, প্রিসকট ও তার অভিযুক্তের মধ্যে মিথস্ক্রিয়া সম্মতিপূর্ণ ছিল। তবে এর বাইরে আরও বিস্তারিত প্রকাশ করেননি।
ইয়োয়েল জেহাই ঐ নারীর প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি। ১২ মার্চ মঙ্গলবার “105.3 দ্য ফ্যান” এর সাথে এক সাক্ষাৎকারে জেহাই বলেছেন, প্রিসকট তার ক্লায়েন্টকে যৌন নিপীড়ন করেছিলেন এবং একটি দেওয়ানী মামলা "খুব আসন্ন" বলে তিনি জানিয়েছেন। ফৌজদারি অভিযোগ দায়ের করার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেয়া যায় না বলেও জাহাই উল্লেখ করেছেন।