ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে ভারতীয় টেনিস তারকা লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক’।
ভারতীয় সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা তার বাবা-মা, বোনের পরিবার এবং তার ছেলে ইজহান মির্জা মালিকের সাথে ইনস্টাগ্রামে ছবি একটি ছবি পোস্ট করেছেন।
সানিয়া মির্জা ট্রাউজার্সের সাথে একটি লম্বা সাদা-ধূসর সূচিকর্ম করা জামা পরেছিলেন, তার কান ও গলায় ছিল গহনা। সবমিলে তাকে খুব সুন্দার দেখাচ্ছে।
তার ছেলে ইজহান একটি সাদা পায়জামা ও পাঞ্জাবি পরেছিলেন।
২০১০ সালে ভারতীয় ব্যবসায়ী এবং বাল্যবন্ধু সোহরাব মির্জাকে ধোঁকা দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া মির্জা। গত জানুয়ারিতে হঠাৎ করেই সবকিছু বদলে যায়। ভেঙে চুরমার হয়ে যায় সানিয়া-শোয়েব মালিকের দীর্ঘ ১৩ বছরের সংসার জীবন। তাদের ৫ বছর বয়সি ইজহান নামে একটি পুত্র সন্তান রয়েছে।
ভারতীয় টেনিস সুন্দরীকে ছেড়ে দিয়ে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক। তারপরই জানা যায় সানিয়ার সঙ্গে আগেই ডিভোর্স হয়েছে শোয়েব মালিকের।