সানিয়া মির্জা ভক্তদের সুসংবাদ

স্পোর্টস ডেস্ক
  ২৪ আগস্ট ২০২২, ১২:৪০

চোটের জন্য মৌসুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় টেনিস সুন্দরী নিজেই জানিয়েছেন এই কথা।
তবে সঙ্গে একটি ভালো খবরও দিয়েছেন সানিয়া। তিনি জানিয়েছেন, ইউএস ওপেনের কোর্টে নামতে পারবেন না বলেই নিজের অবসরের পরিকল্পনা বদল করছেন তিনি।
আসলে বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনের সময় সানিয়া ঘোষণা করেছিলেন যে, এটাই হতে চলেছে তার শেষ মৌসুম। যুক্তরাষ্ট্র ওপেনই তার ক্যারিয়ারের শেষ মেজর ইভেন্ট হওয়ার কথা ছিল।
ফ্ল্যাশিং মিডো থেকে ছিটকে যাওয়ায় নিশ্চিতভাবেই সানিয়ার ক্যারিয়ার আরও একটু দীর্ঘায়িত হল বলা যায়। যদি আরও একটি মৌসুম খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সানিয়া, তবে আরও কিছুদিন তাকে লড়াইয়ে নামতে দেখা যাবে। যদিও অবসর পরিকল্পনা নিয়ে এর থেকে বেশি কিছু ইঙ্গিত দেননি তিনি।
সানিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, দু’সপ্তাহ আগে কানাডায় খেলার সময় কনুইয়ে চোট পেয়েছিলেন, যা সেরে ওঠেনি। স্ক্যান করে জানতে পেরেছেন যে, টেন্ডন ছিঁড়েছে। সুস্থ হতে সপ্তাহখানেক সময় লাগবে। তাই তিনি যুক্তরাষ্ট্র ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী সময়ে নিজের অবসর পরিকল্পনা নিয়ে অনুরাগীদের আপডেট দেবেন বলেও আশ্বাস দিয়েছেন সানিয়া।