লা লিগায় শুভসূচনা পেয়েছে বার্সেলোনা। জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে তারা। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে ভ্যালেন্সিয়াকে ২–১ গোলে হারিয়েছে কাতালানরা। শুরুতে পিছিয়ে পড়লেও রবার্ট লেভানডোফস্কির জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
শনিবার (১৭ আগস্ট) ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে শুরু থেকে বল দখল ও প্রেসিংয়ে দাপট দেখায় বার্সেলোনা। তবে গোলের দেখা পেতে ব্যর্থ হয় তারা। উলটো ম্যাচের ৪৪ মিনিটে গোলের দেখা পায় ভ্যালেন্সিয়া। হুগো ডুরোর গোলে লিড নেয় স্বাগতিকরা।
তবে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া হয়নি ভ্যালেন্সিয়ার। প্রথমার্ধের যোগ করা সময়ের দারুণ এক গোলে বার্সাকে সমতায় ফেরান লেভানডোফস্কি। তার গোলে ১-১ এ সমতায় থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
বিরতি থেকে ফিরেই লিড নেয় সফরকারীরা। ম্যাচের ৪৯ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে ফের গোল করে দলকে এগিয়ে দেন লেভানডোফস্কি। এরপর দুই দলই চেষ্টা করেছিল গোল করার, সুযোগও পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো দলই আর গোল না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।