বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ

পাকিস্তান তারকার মুখে বাংলাদেশের ভূয়সী প্রশংসা

স্পোর্টস ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৪, ১২:২৩

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তুত বাংলাদেশ ও পাকিস্তান। আগামী বুধবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে থাকা সিরিজের প্রথম টেস্ট। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলন করেছেন পাকিস্তানের স্পিন বোলিং কোচ সালমান আলি আগা। সেখানে বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
টাইগারদের বিপক্ষে এই সিরিজকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না সালমান আগা। টেস্ট ক্রিকেটে বিশেষ কোনো শক্তি না থাকলেও বাংলাদেশ দলের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন তিনি।
সালমান আগা বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ একটি দারুণ ভারসাম্যপূর্ণ দল। তাদের সিনিয়র এবং জুনিয়র খেলোয়াড়দের একটি ভালো মিশ্রণ রয়েছে। তাদের বোলিং চিত্তাকর্ষক। তারা একটি ভালো দল। ম্যাচে কী হয়, সেটিই আমরা দেখবো।’
প্রথম টেস্টে তৃতীয় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর। এই বিষয়ে সালমান আগা বলেন, ‘বৃষ্টি আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি তার উপর ফোকাস করার চেষ্টা করছি। আমরা এখনও পিচটি ঠিকমতো দেখিনি। এটি একটি সবুজ পিচ হতে পারে। যা পেসারদের সুবিধা দেবে। খেলতে শুরু করার পর দেখবো কী করা যায়। সবকিছু কীভাবে সব সামলাতে হয় সেটিও দেখবো।’
এ সময় নিজেদের বোলিং প্রশংসাও করেন সালমান আগা। তবে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদেররকে, এমনটিও জানিয়েছেন তিনি।
সালমান আগা বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের বোলিং দারুণ ফর্মে আছে। ইনশাআল্লাহ, আমরা ভালো পারফর্ম করবো। এটা সহজ হবে না। বৃষ্টি হলে আবার খেলা শুরু হয়। তারপর বৃষ্টির কারণে আবার থেমে যায়, এটা কঠিন হবে। কিন্তু আমরা পেশাদার ক্রিকেটার। আমাদের এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে হবে। যেমনটি আমি আগেই বলেছি। এই জিনিসগুলি আমাদের নিয়ন্ত্রণে নেই।’