বাংলাদেশের মানুষদের উন্মাদনায় গর্বিত আর্জেন্টিনা কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৩

বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষদের উন্মাদনার খবর এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের সর্বত্র। বিশ্ব মিডিয়ায় এ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। খবর পৌঁছে গেছে আর্জেন্টিনা শিবির পর্যন্তও।
ব্রাজিল-আর্জেন্টিনার ভক্ত-সমর্থক সবচেয়ে বেশি এই দেশে। এর মধ্যে আর্জেন্টিনাকে নিয়ে মাতামাতিটা একটু বেশি। এখন এমনও আলোচনা হয়, আর্জেন্টিনার মোট জনসংখ্যার চেয়েও বাংলাদেশে তাদের সমর্থক বেশি কিনা!
এই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে হাজার হাজার দর্শকের খোলা মাঠে বড় পর্দায় খেলা দেখার ছবি ছড়িয়ে পড়েছে বিশ্ব মিডিয়ায়।
এসব নিয়ে এতটাই আলোচনা হয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) পর্যন্ত টুইট করে, ছবি এডিট করে মেসির হাতে বাংলাদেশের পতাকা ধরিয়ে দিয়ে ধন্যবাদ জানিয়েছে এ দেশের আর্জেন্টিনা সমর্থকদের। এবার বাংলাদেশের সমর্থকদের নিয়ে কথা বললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থনের প্রসঙ্গ তুললে মেসিদের কোচ বলেন, 'আমি রোমাঞ্চিত, অভিভূত। অনুভূতিটা হচ্ছে, অনেক আগে দিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে সারা বিশ্বে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। আর্জেন্টিনার এই সমর্থকদের নিয়ে আমি গর্বিত। বাংলাদেশের মতো একটা দেশে আমাদের এত সমর্থক আছে, আমরা গর্বিত।'
'আরও অনেক দেশে আমাদের সমর্থক আছে। (তাদের জন্য) আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বশেষ দিনের মতো খেলতে পারি, অনেক কিছু হতে পারে। অনুভূতিটা দারুণ। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ'-বলেন আর্জেন্টাইন কোচ।