বিশ্বকাপ খেলার আশা বেঁচে থাকল রোনালদোদের

২ গোলে পিছিয়ে পড়া তুরস্ক ৬৫ মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরে
স্পোটর্স ডেস্ক
  ২৫ মার্চ ২০২২, ১০:৫১
ফাইল ছবি

নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি বিদায় নিলেও প্লে অফ সেমিফাইনাল জিতে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল পর্তুগাল। তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে তারা। বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই লিড নেয় পর্তুগাল। ১৫ মিনিটে বার্নার্ডো সিলভার শট ফিরে এলে ওটাভিও লক্ষ্যভেদ করেন। পোর্তো অ্যাটাকার বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় গোল বানিয়ে দেন। তার বাঁকানো ক্রসে হেড করে তুর্কি গোলকিপার উগুরকান কাকিরকে পরাস্ত করেন ডিওগো জোতা।
২ গোলে পিছিয়ে পড়া তুরস্ক ৬৫ মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরে। বুরাম ইলমাজ করেন গোলটি। ভিএআর তুর্কিদের সমতায় ফেরানোর দারুণ সুযোগ তৈরি করে দেয়। পিচসাইড রিভিউতে দেখা যায় জোসে ফন্তে নিজেদের বক্সে ফাউল করেছেন এনেস উনালকে। পোল্টি থেকে ইলমিজ ক্রসবারের ওপর দিয়ে বল মারলে পর্তুগাল লিড ধরে রাখে।
ম্যাথিউস নুনেস পর্তুগালকে স্বস্তি এনে দেন তৃতীয় গোল করে। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে লক্ষ্যভেদ করেন তিনি।
আগামী মঙ্গলবার পর্তুগাল প্লে অফ ফাইনালে নর্থ মেসিডোনিয়ার মুখোমুখি হবে। বিজয়ী দল চলে যাবে কাতার বিশ্বকাপে।
১-০ গোলে ইতালিকে বিদায় করা দলকে নিয়ে সতর্ক পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস, ‘নর্থ মেসিডোনিয়াকে একই রকম সমীহ করতে হবে, যেমনটা আমরা ইতালিকেও করতাম।’