আবারও রূপকথার জন্ম দিলো মরোক্কো। গড়লো নতুন ইতিহাস। এবার পর্তুগালকে হারিয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। এর মধ্য দিয়ে প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠলো মরোক্কো।
শনিবার আল থুমামা স্টেডিয়ামে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ৪২ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ইউসেফ এন-নাসেরি। তার গোলেই ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠে গেল আটলাস লায়ন্সরা।
দশজনের দলে পরিণত হলো মরোক্কো:
ম্যাচের যোগ করা সময়ে পর পর দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মরোক্কোর ওয়ালিদ ছেদেরিয়া। বাকি সময় দলজন নিয়ে খেলতে হবে আফ্রিকান দলটিকে।
চেষ্টা চালিয়েও গোল পাচ্ছে না পর্তুগাল:
শেষ মুহূর্তে প্রাণপন চেষ্টা চালাচ্ছে পর্তুগাল। কিন্তু গোলমুখ খুলতে পারছে না। ম্যাচ আর ৭ মিনিট বাকি।
ব্রুনোর সুযোগ মিস:
ম্যাচের ৬৪ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেস। কিন্তু বক্সের সামনে থেকে তার নেওয়া বুলেট গতির শটটি বারের সামান্য উপর দিয়ে চলে যায়।
রোনালদোকে নামিয়ে আক্রমণের ধার বাড়ালো পর্তুগাল:
গোল শোধে মরিয়া হয়ে খেলছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোকে নামিয়ে আক্রমণের ধারও বাড়িয়েছে তারা। রোনালদো নামার পর ৫৮ মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করেছিল পর্তুগীজরা। এ সময় ওটাভিয়ার ক্রসে বক্সের মধ্যে হেড নিয়েছিলেন গনসালো রামোস। কিন্তু অল্পের জন্য সেটি ডানপাশ দিয়ে চলে যায়।
নেসেরির গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল মরোক্কো:
ম্যাচের ৪২ মিনিটে বামদিক দিয়ে আক্রমণে ওঠে মরোক্কো। মাঝ মাঠ পেরিয়ে কিছুটা সামনে এসে ক্রসে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ইয়াহইয়া আতিয়াতাল্লাহ। বক্সের মধ্যে বেশ উপরে লাফিয়ে উঠে হেড নেন ইউসেফ এন-নাসেরি। বল জালে জড়ায়। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আটলাস লায়ন্সরা।
আক্রমণের ধার বাড়ালো মরোক্কো:
মরোক্কো ও পর্তুগালের মধ্যে সেমিফাইনালে যাওয়ার লড়াই চলছে। বলের দখল আর আক্রমণে এগিয়ে আছে পর্তুগীজরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণের ধার বাড়িয়েছে মরোক্কানরা। এ পর্যন্ত পাঁচটি আক্রমণ শানিয়েছে তারা। অন্যদিকে পর্তুগাল তিনটি।
মরোক্কোর সুযোগ মিস:
১৮ মিনিটের মাথায় ওউনাহির বাড়িয়ে দেওয়া বল থেকে গোলের সুযোগ পেয়েছিলেন হাকিম জিয়েখ। কিন্তু তার শট বক্সের বাইরে দিয়ে চলে যায়।
মরোক্কোর সুযোগ মিস:
ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় মরোক্কো। কর্নার থেকে হাকিম জিয়েখ বল উড়িয়ে মারেন বক্সের মধ্যে। সেটাতে হেড নেন ইউসেফ এন-নেসেরি। কিন্তু উপর দিয়ে চলে যায় সেটি।
ফেলিক্সের শট ধরে ফেললেন বুনু:
ম্যাচের ৪ মিনিটে একটি সুযোগ তৈরি করেছিল পর্তুগাল। এ সময় ব্রুনো ফার্নান্দেস ক্রসে বল বাড়িয়ে দেন জোয়াও ফেলিক্সকে। তিনি হেড নেন। কিন্তু সেটি ধরে ফেলেন মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।
পর্তুগাল-মরোক্কো লড়াই শুরু:
বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে মরোক্কো ও পর্তুগাল। আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।
বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল মরোক্কো ও পর্তুগাল। গ্রুপপর্বের সেই দুইবারের দেখায় একবার মরোক্কো ও একবার পর্তুগাল জিতেছিল। তবে নকআউট পর্বে এবারই প্রথম মুখোমুখি হয়েছে দল দুটি।
আজ জিতলে ইতিহাস গড়বে মরোক্কো। প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে যাবে। অন্যদিকে পর্তুগাল জিতলে তৃতীয়বারের মতো সেমিফাইনালে যাবে তারা।