যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে জিতে আবারও হোয়াইট হাউজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই জয় অনেক দিক থেকেই ঐতিহাসিক। বিশেষ করে, তিনিই হতে যাচ্ছেন ইতিহাসের প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি অনেকগুলো ফৌজদারি মামলার আসামি। ফলে তার এই জয় যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ অচেনা এক সীমানায় নিয়ে গেছে, যেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট একাধিক মামলার আসামি হয়েও শপথ নিতে যাচ্ছেন।
ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া সাপেক্ষে তার বিরুদ্ধে কিছু মামলার নিষ্পত্তি হতে পারে। সিবিএস নিউজের তথ্যমতে, ট্রাম্পের আইনজীবী দল এবং মামলা সংশ্লিষ্ট কেন্দ্রীয় কর্মকর্তাদের মধ্যে কিছু মামলা বন্ধের প্রক্রিয়া নিয়েও আলোচনা শুরু হয়েছে।
নিউইয়র্কের ঘুস মামলা
গত মে মাসে নিউইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির অভিযোগে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন ট্রাম্প। তার বিরুদ্ধে একজন পর্নো তারকাকে ঘুস প্রদানের সব অভিযোগ প্রমাণিত হয়েছে। আগামী ২৬ নভেম্বর এই মামলায় ট্রাম্পের দণ্ড ঘোষণার দিন নির্ধারিত রয়েছে। তবে বয়স ও প্রথমবারের অপরাধ হিসেবে তাকে কারাগারে পাঠানোর আশঙ্কা কম বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। এমনকি কারাবাসে পাঠানো হলেও তার আইনজীবীরা অবিলম্বে আপিল করবেন এবং এই প্রক্রিয়াটি বহু বছর পর্যন্ত চলতে পারে।
৬ জানুয়ারি মামলা
২০২০ সালের নির্বাচনের ফল পরিবর্তনের প্রচেষ্টায় যুক্ত থাকা নিয়ে বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে এই মামলাটি বর্তমানে কিছুটা ঝুলে রয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট হলে এটি কার্যত বন্ধই হয়ে যেতে পারে। এছাড়া, ট্রাম্পও এরই মধ্যে স্মিথকে বরখাস্ত করার অঙ্গীকার করেছেন। তাই মামলাটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
গোপন নথি মামলা
হোয়াইট হাউজ ছাড়ার পর নিজের মার-এ-লাগো রিসোর্টে রাষ্ট্রীয় গোপনীয় নথি সংরক্ষণ করা এবং সেগুলো উদ্ধারে বিচার বিভাগের কাজে বাধা প্রদানের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই অভিযোগগুলো গত জুলাইয়ে খারজি করেন ট্রাম্প-নিযুক্ত বিচারক এলিন ক্যানন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ফের শপথ গ্রহণের পর এই মামলাটিও বন্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জর্জিয়ায় নির্বাচনী মামলা
২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে জর্জিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছিল। তিনি ফের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে এই মামলার বিচারকাজ স্থগিত থাকতে পারে। তবে মেয়াদ শেষ হওয়ার হয়তো আবার মামলাটির কার্যক্রম চালু হবে।
আইনি বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অনেক মামলার নিষ্পত্তি হতে পারে। তবে, কিছু ক্ষেত্রে তাকে দায়মুক্তির বাইরে রাখার ব্যবস্থা কার্যকর হলে তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।