যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার জয়ে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক। এবারের নির্বাচনে পুরোটা সময় ট্রাম্পের পাশে ছিলেন মাস্ক। প্রকাশ্যে সমর্থন দিয়ে গেছেন রিপাবলিকান প্রার্থীকে। এমনকি, নির্বাচনে জয়ের পর ট্রাম্পের পারিবারিক ছবিতেও জায়গা করে নিয়েছেন টেসলা সিইও। সাম্প্রতিক সময়ে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠছে, ট্রাম্প প্রেসিডেন্ট হলে ইলন মাস্কের কী লাভ হতে পারে?
ট্রাম্প-মাস্কের ঘনিষ্ঠতা
গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়। গুলিতে আহত হন তিনি। এর পরপরই ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন দেন ইলন মাস্ক। এক্স প্ল্যাটফর্মে রিপাবলিকানদের পক্ষে জোরালো প্রচারণা চালান তিনি। এছাড়াও, মাস্ক প্রায় ১১ কোটি ৯০ লাখ ডলার দান করে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য একটি সুপার প্যাক গঠনে সাহায্য করেছেন।
নির্বাচনের রাতে ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে উপস্থিত ছিলেন ইলন মাস্ক। ভোটের ফলাফল স্পষ্ট হওয়ার পরপরই এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘আমেরিকার জনগণ আজ ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট পরিবর্তনের ম্যান্ডেট দিয়েছে।
ট্রাম্পও তার বিজয় বক্তৃতায় ইলন মাস্কের প্রশংসা করেন এবং স্পেসএক্সের একটি সফল রকেট উৎক্ষেপণের উদাহরণ তুলে ধরেন।
মাস্কের বিশাল লাভের সম্ভাবনা
ট্রাম্প ক্ষমতায় বসলে ইলন মাস্ককে ‘সরকারি দক্ষতা বিভাগ’ নামে একটি বিশেষ দপ্তরে যুক্ত করার কথা বলেছেন। সেখানে সরকারি ব্যয়ে অপচয় কমানোর কাজ করবেন মাস্ক।
এই উদ্যোগ ইলন মাস্কের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অবস্থান হতে পারে, যা তাকে সরকারি ব্যবস্থাপনা সম্পর্কে আরও ক্ষমতাশালী করে তুলতে পারে।
স্পেসএক্স এরই মধ্যে যুক্তরাষ্ট্রে সরকারি স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যবসায় শীর্ষস্থানীয়। তবে ট্রাম্প প্রশাসনে এই ক্ষেত্র আরও সম্প্রসারণের সুযোগ থাকবে।
স্পেসএক্স সম্প্রতি স্পাই স্যাটেলাইট তৈরিতে হাত দিয়েছে। বলা বাহুল্য, পেন্টাগন এবং মার্কিন গুপ্তচর সংস্থাগুলো এতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত বলেই এই উদ্যোগ নিয়েছিলেন মাস্ক। ট্রাম্পের জমানায় এই কার্যক্রম আরও বেগবান হতে পারে।
মাস্কের টেসলা কোম্পানিও ট্রাম্পের ‘সবচেয়ে কম নিয়ন্ত্রণ ভার’ নীতির মাধ্যমে সুবিধা পেতে পারে। মার্কিন সড়ক নিরাপত্তা সংস্থা সম্প্রতি টেসলার সেলফ-ড্রাইভিং প্রযুক্তির ওপর তদন্ত শুরু করেছে। তাই নিয়ন্ত্রণ কমে গেলে টেসলার জন্য তা বিশেষ সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারে।
তাছাড়া, কর কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে ইলন মাস্কের কোম্পানিগুলো উল্লেখযোগ্য আর্থিক সাশ্রয়ের মাধ্যমে লাভবান হতে পারে।
তাছাড়া, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে ইলন মাস্ক তার ব্যবসায়িক সাম্রাজ্যের বিস্তার ঘটাতে এবং নতুন উচ্চতায় পৌঁছানোরও সুযোগ পেতে পারেন।