ট্রাম্পের জয়ে ইলন মাস্কসহ ১০ শীর্ষ ধনীর সম্পদ বাড়ল ৬৪ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট
  ০৯ নভেম্বর ২০২৪, ১৫:২৮

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর রাতারাতি বিশ্বের ১০ শীর্ষ ধনীর সম্পদ বেড়েছে প্রায় ৬৪ বিলিয়ন মার্কিন ডলার। ৮ নভেম্বর (শুক্রবার) ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি নিয়ন্ত্রণ কমানোর এবং কর কমানোর ঘোষণা দিয়েছেন। নানা ব্যবসা সহায়ক আইন প্রণয়নেরও প্রতিশ্রুতি দিয়েছেন। যে কারণে ট্রাম্পের জয়ের সঙ্গে সঙ্গেই শেয়ার বাজারে নতুন হাওয়া লেগেছে, বিশেষ করে শীর্ষ ধনীদের মালিকানায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম হু হু করে বাড়তে শুরু করেছে।
ট্রাম্পের জয়ে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনীর নেট সম্পদের পরিমাণ দুদিনেই ২৬ দশমিক পাঁচ বিলিয়ন বেড়েছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ বেড়েছে সাত দশমিক এক বিলিয়ন ডলার। ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের সম্পদ বেড়েছে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার। এছাড়া মাইক্রোসফটের সাবেক নির্বাহী বিল গেটস ও স্টিভ বলমার, গুগলের সাবেক নির্বাহী ল্যারি পেজ ও সের্গেই ব্রিন এবং বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটের সম্পদও বেড়েছে। ব্লুমবার্গ জানিয়েছে, ২০১২ সালে তাদের সূচক শুরু হওয়ার পর এটিই ‘সবচেয়ে বড় দৈনিক বৃদ্ধি’।