রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ স্যুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য অ্যারিজোনায়ও প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। শনিবার (৯ নভেম্বর) এডিসন রিসার্চ এমন পূর্বাভাসই দিয়েছে। এর মাধ্যমে তিনি সাতটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যের সবগুলোতেই জয় নিশ্চিত করলেন। সেই সঙ্গে ডেমোক্র্যাটিক কমলা হ্যারিসের বিরুদ্ধে ইলেক্টোরাল কলেজে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট বুধবারের আগেই নিশ্চিত করেছিলেন ট্রাম্প। এখন তার চূড়ান্ত মোট ভোট ৩১২ পৌঁছেছে। যেখানে হ্যারিস পেয়েছেন ২২৬।
অ্যারিজোনার পাশাপাশি, ট্রাম্প মিশিগান, পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন এবং নেভাদায় জয়লাভ করেছেন। ২০২০ সালে জো বাইডেন ট্রাম্পকে পরাজিত করেছিলেন সাতটি সুইং স্টেটের মধ্যে ছয়টিতে জিতে – এবং নর্থ ক্যারোলাইনা সামান্য ব্যবধানে হেরে ৩০৬ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছিলেন। আর ট্রাম্প পেয়েছিলেন ২৩২।
২০১৬ সালে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ৩০৬ ভোট পেয়েছিলেন ট্রাম্পও।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ট্রাম্প মোট ৭৪.৬ মিলিয়ন বা ৫০.৫% ভোট পেয়েছেন। যেখানে কমলা হ্যারিস পেয়েছেন ৭০.৯ মিলিয়ন বা ৪৮% ভোট।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। একই দিন শপথ নেবেন তার ভাইস প্রেসিডেন্ট মার্কিন সিনেটর জেডি ভ্যান্সও।