স্টেইট ডিপার্টমেন্টে বড় পরিবর্তন আনছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
  ২৩ এপ্রিল ২০২৫, ১৪:০৫

রয়টার্স জানায়, পরিবর্তন পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধাপরাধ ও অধিকার রক্ষায় কাজ করা কয়েকটি অফিসসহ শতাধিক অফিস বন্ধ করে দেওয়া হবে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘অ্যামেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্টেইট ডিপার্টমেন্টে বড় ধরনের পরিবর্তন আনছে বর্তমান প্রশাসন।
রয়টার্স জানায়, পরিবর্তন পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধাপরাধ ও অধিকার রক্ষায় কাজ করা কয়েকটি অফিসসহ শতাধিক অফিস বন্ধ করে দেওয়া হবে। স্টেইট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ একটি মেমো দেখেছে রয়টার্স। এতে বলা হয়, প্রস্তাবের বিষয়ে কংগ্রেসকে অবহিত করা হয়েছে, যেখানে স্টেইট ডিপার্টমেন্টের ৭৩৪টি ব্যুরো ও অফিসের মধ্যে ১৩২টিকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে।
নথিতে আরও বলা হয়, আন্ডার সেক্রেটারিরা কর্মীর সংখ্যা ১৫ শতাংশ কমানোর পরিকল্পনা জমা দেবেন। এ পরিবর্তনের ফলে ঠিক কতজন কর্মী ছাঁটাই হবেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি, তবে অনলাইন প্রকাশনা ফ্রি প্রেসের একটি প্রতিবেদনে—যেটি স্টেইট ডিপার্টমেন্টের সেক্রেটারি মার্কো রুবিও এক্সে শেয়ার করেছেন—বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া অফিসগুলো থেকে অতিরিক্ত ৭০০টি পদ বাতিল করা হবে।
এ রদবদল ট্রাম্প ও তার ধনকুবের উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বে পরিচালিত নজিরবিহীন উদ্যোগের অংশ, যার লক্ষ্য ফেডারেল সরকারের আকার কমানো। তাদের মতে, অ্যামেরিকার করদাতাদের অর্থ অপচয় হচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে হাজার হাজার সরকারি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস মঙ্গলবার সাংবাদিকদের জানান, এটি একটি রূপরেখা। পরিকল্পনার পরিবর্তন হতে পারে। কোনো নির্দিষ্ট বিষয়ে কাজ করা একটি ব্যুরো বন্ধ হয়ে যাওয়ার অর্থ এই নয় যে, সে বিষয়ে কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।