মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যানে হামলা চালিয়েছে হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ এপ্রিল ২০২৫, ২৩:৩৪

লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন। খবর তাসের
আল মাসিরাহ টিভি চ্যানেলকে মুখপাত্র বলেন, আমাদের দেশের বিরুদ্ধে প্রতিদিনের অব্যাহত মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় শত্রুদের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। লোহিত সাগরের উত্তর অংশে বেশ কয়েকটি মনুষ্যবিহীন বিমানবাহী যান দিয়ে তাদের ওপর আক্রমণ করা হয়।
হুথি কর্মকর্তা আরও জানিয়েছেন, যোদ্ধারা 'যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির প্রতিদান দিতে প্রস্তুত'। গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত লোহিত ও আরব সাগরে সামরিক অভিযান অব্যাহত থাকবে।
২০২৩ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা তীব্র আকার ধারণ করার পর হুথিরা সতর্ক করেছিল, তারা ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাবে এবং ইহুদিবাদী সরকারের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালীর জলপথ দিয়ে চলাচলে বাধা দেবে -  যতক্ষণ না তেল আবিব যুদ্ধবিধ্বস্ত গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করে। এরপর থেকে হুথিরা লোহিত সাগর এবং আদেন উপসাগরে কয়েক ডজন বেসামরিক জাহাজে আক্রমণ করেছে।
১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে, ইয়েমেনের প্রায় এক তৃতীয়াংশ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী হুথিদের লক্ষ্যবস্তুতে আক্রমণ শুরু হয়। মার্কিন সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মতে, এই আক্রমণের লক্ষ্য আমেরিকান স্বার্থ রক্ষা করা এবং নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।