৫০ হাজার অভিবাসীকে বিতাড়নের মুখে ফেলল ট্রাম্প প্রশাসন

ডেস্ক রিপোর্ট
  ০৮ জুলাই ২০২৫, ২১:১৮


হন্ডুরাসের সান পেদ্রো সুলার র‌্যামন ভিলেদা মোরালেস এয়ারপোর্টে ২০২৪ সালের ৪ ডিসেম্বর বিমান থেকে নেমে বাসে করে গন্তব্যে যাচ্ছেন অ্যামেরিকা থেকে বিতাড়িত
প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে টিটিপির আওতায় থাকা লোকজনকে বিতাড়ন করতে পারবে অভিবাসন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন সোমবার হন্ডুরাস ও নিকারাগুয়ার প্রায় ৫০ হাজার অভিবাসীর বিতাড়ন সুরক্ষা বাতিল করেছে।
এসব অভিবাসীর বেশির ভাগ ২৫ বছরের বেশি সময় ধরে অ্যামেরিকায় থেকে কাজ করছেন। এনওয়াই ডেইলি নিউজ জানায়, মধ্য অ্যামেরিকার দুটি দেশের লোকজনের জন্য অস্থায়ী সুরক্ষার মর্যাদা-টিপিএস বাতিল করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ১৯৯৮ সালে ওই অঞ্চলে বিধ্বংসী হারিকেন আঘাত হানার পর ওই লোকজনকে অ্যামেরিকায় বসবাসের অনুমতি দেওয়া হয়।
প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে টিটিপির আওতায় থাকা লোকজনকে বিতাড়ন করতে পারবে সংশ্লিষ্ট অভিবাসন কর্তৃপক্ষ। ট্রাম্পের গণবিতাড়ন পরিকল্পনার অংশ হিসেবে সর্বোচ্চ দুই কোটি অনথিবদ্ধ অভিবাসীকে অ্যামেরিকাছাড়া করতে চাইছে তার প্রশাসন। বিতাড়নের এ পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে প্রায় দুই মাস আগে।
এর আগে ২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়ে অ্যামেরিকায় আসা হাইতির প্রায় ৫০ হাজার অভিবাসীর টিপিএস বাতিল করা হয়। হন্ডুরাসের ৭২ হাজার ও নিকারাগুয়ার চার হাজার অভিবাসী টিপিএস পেয়েছিলেন। অ্যামেরিকায় বৈধভাবে থাকার অনুমতি নিয়েছিলেন এসব অভিবাসীর অর্ধেক।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানান, তিনি এ সিদ্ধান্তে এসেছেন যে, হন্ডুরাস ও নিকারাগুয়ার মানবিক পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। এ কারণে বর্তমানে অস্থায়ী সুরক্ষার আওতায় থাকা অভিবাসীরা তাদের দেশে ফিরতে পারেন।