দীর্ঘ প্রায় দুই দশক পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা তল্লাশির সময় যাত্রীদের আর জুতা খুলতে হবে না। এই জনপ্রিয়হীন নিয়মটি বাতিল করেছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর এবং দেশের সব বিমানবন্দরে প্রযোজ্য হবে। যদিও একটি "বহুস্তরবিশিষ্ট" নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
তিনি আরও জানান, যাত্রীদের এখনো বেল্ট ও কোট খুলতে হবে এবং ল্যাপটপ ও তরল দ্রব্য ব্যাগ থেকে আলাদা করে জমা দিতে হবে। তবে এই নিয়মগুলিও পর্যালোচনার আওতায় রয়েছে।
২০০৬ সাল থেকে টিএসএ-এর এই জুতা খুলে তল্লাশির নিয়ম চালু হয়েছিল, কারণ ২০০১ সালে রিচার্ড রিড নামের এক ব্রিটিশ নাগরিক প্যারিস থেকে মিয়ামিগামী একটি বিমানে তার জুতার ভেতরে বোমা লুকিয়ে রেখেছিলেন।
সাংবাদিকদের উদ্দেশে নোম বলেন, “আমাদের নিরাপত্তা প্রযুক্তি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। টিএসএ-এর পদ্ধতিও আধুনিক হয়েছে। এখন আমরা একটি বহুস্তরভিত্তিক, সার্বিক সরকারি পন্থায় নিরাপত্তা নিশ্চিত করছি। এটি সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নত এবং দৃঢ় হয়েছে।”
তিনি আরও বলেন, “মানুষকে নিরাপদ রাখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিরাপত্তা প্রক্রিয়াটিকে আরও সহজ ও উপভোগ্য করাও জরুরি।”
এই সিদ্ধান্ত ঘোষণার আগেই কিছু বিমানবন্দর — যেমন সিনসিনাটি/নর্দার্ন কেনটাকি ইন্টারন্যাশনাল, ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এবং নর্থ ক্যারোলিনার পিয়েডমন্ট ট্রায়াড ইন্টারন্যাশনাল বিমানবন্দর — পরীক্ষামূলকভাবে এই নতুন নীতি কার্যকর করেছিল।
পূর্বে, যারা ‘টিএসএ প্রি-চেক’ সুবিধার আওতাভুক্ত ছিলেন, যেমন শিশুরা বা নিবন্ধিত যাত্রীরা, তাদের জুতা খুলতে হতো না। এই দ্রুততর নিরাপত্তা পদ্ধতির জন্য আলাদা আবেদন এবং আঙুলের ছাপ জমা দেওয়ার প্রয়োজন পড়ে।
যুক্তরাষ্ট্রের বড় বড় এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা ‘এয়ারলাইন্স ফর আমেরিকা’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
প্রেসিডেন্ট ও সিইও নিকোলাস ই. ক্যালিও এক বিবৃতিতে বলেন, “এই নীতিগত পরিবর্তন যাত্রীদের জন্য নিরাপদ, সহজ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এটি প্রতিদিন যাত্রা করা কোটি কোটি মানুষের জন্য স্বস্তির খবর।”
উল্লেখ্য, ২০০১ সালের ডিসেম্বরে প্যারিস থেকে মিয়ামিগামী বিমানে থাকা রিচার্ড রিড নামের এক ব্রিটিশ নাগরিকের জুতার ভেতর থেকে বিস্ফোরক পাওয়া গেলে, এই নিয়ম চালু হয়। রিড বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হন, এবং যাত্রীরা তাকে কাবু করে। বিমানটি নিরাপদে বোস্টনে অবতরণ করে।
এই জুতা খোলার নিয়ম ১১ সেপ্টেম্বর, ২০০১ সালের সন্ত্রাসী হামলার পরপরই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চালু করা হয়, যখন আল-কায়েদার সশস্ত্র সন্ত্রাসীরা চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।