নারীকে হত্যার হুমকি, নিউ ইয়র্ক সিটি পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  ২৭ আগস্ট ২০২৫, ১৪:৩৬


কুইন্সের এক নারীকে টেলিফোনে হত্যার হুমকি দেওয়ায় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনওয়াই ডেইল নিউজ জানায়, নারীকে কল দেওয়ার সময় কর্মঘণ্টার বাইরে ছিলেন অক্টাভিও গ্রিন (৪৮) নামের ওই কর্মকর্তা। আরভিনের বিচ সিক্সটিএইটথ স্ট্রিটের একটি ভবনে বসে মধ্যরাতে ৩০ মিনিট কথা বলেন তিনি, যা চলে ২১ আগস্ট রাত সোয়া ১২টা নাগাদ।
গ্রিনের বিরুদ্ধে উত্ত্যক্ত করার মাধ্যমে হয়রানির অভিযোগ আনা হয়েছে।
আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, ফোনালাপের সময় অনলাইনের একটি পোস্টের বিষয়ে গ্রিন ওই নারীকে হুমকি দেন। তিনি বলেন, ‘পোস্টটি না সরালে আমি তোমাকে হত্যা করব।’
ওই সময় নারীকে বাইরে আসার দাবিও জানান এ পুলিশ কর্মকর্তা।
আদালতের নথিপত্র অনুযায়ী, গ্রিনের সঙ্গে একসময় প্রেমের সম্পর্ক ছিল ভুক্তভোগীর। তিনি ৯১১ নম্বরে কল করে হয়রানির বিষয়টি জানান।
কুইন্স ক্রিমিনাল কোর্টে রবিবার হাজিরা দেওয়ার পর মুচলেকায় জামিন পান গ্রিন।
নথিপত্র অনুযায়ী, ২০০৮ সালে এনওয়াইপিডিতে যোগ দেন গ্রিন। তাকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কমান্ডে নিযুক্ত করা হয়।
এর আগে ২০২৪ সালে কর্মঘণ্টার বাইরে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানোয় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।