ট্রাকের ধাক্কায় নিহত নিউ ইয়র্ক সিটি পুলিশ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট
  ২৮ আগস্ট ২০২৫, ১৩:২৪

ব্রুকলিনে বুধবার একটি বক্স ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন কর্মঘণ্টার বাইরে থাকা নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির এক কর্মকর্তা।
পুলিশের বরাতে আইউইটনেস নিউজ জানায়, আটলান্টিক অ্যাভিনিউর ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের এক আরোহীকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালায় একটি ট্রাক।
পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন অব দ্য সিটি অব নিউ ইয়র্ক-এনওয়াইসি পিবিএ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, প্রাণ হারানো মোটরসাইকেল আরোহী ছিলেন কর্মঘণ্টার বাইরে থাকা পুলিশ কর্মকর্তা।
আইউইটনেস নিউজের খবরে উল্লেখ করা হয়, ৩০ বছর বয়সী কর্মকর্তা ২০২১ সালের ফেব্রুয়ারিতে এনওয়াইপিডিতে যোগ দেন। দুর্ঘটনার সময় ডাউনটাউন ব্রুকলিনের এইটিফোর্থ প্রেসিঙ্কট থেকে বাড়িতে ফিরছিলেন।
দুর্ঘটনার পর ব্রুকলিনের এনওয়াইইউ ল্যাঙ্গনে নেওয়া হয় পুলিশ কর্মকর্তাকে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
মোটরসাইকেলে থাকা পুলিশ কর্মকর্তা হেলমেট ব্যবহার করেছিলেন।
ট্রাকের চালককে খুঁজছে পুলিশ।