টেক্সাসের আর্লিংটনে শুরু হয়েছে আইসের জব ফেয়ার

ডেস্ক রিপোর্ট
  ২৮ আগস্ট ২০২৫, ১৩:২৯

৫০ হাজার ডলার পর্যন্ত সাইনিং বোনাসের সুযোগ রেখে টেক্সাসের আর্লিংটনে শুরু হয়েছে আইসের জব ফেয়ার বা চাকরি মেলা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানান।
আর্লিংটনে আইসের মাধ্যমে প্রায় এক হাজার চাকরিপ্রত্যাশীকে ফেডারেল কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে বলে জানান কর্মকর্তারা।
এদিকে আইসের কর্মকাণ্ডকে হিটলারের গেস্টাপো বাহিনীর সঙ্গে তুলনা করে বিক্ষোভ করেন আর্লিংটনের বাসিন্দারা।
চলতি বছর জুনে অনুষ্ঠিত চাকরি মেলায় আইস অন্তত ৫০০ মানুষকে ফেডারেল চাকরির সুযোগ দিয়েছিল জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আর্লিংটনের জব ফেয়ারেও দারুণ সাড়া পাচ্ছেন তারা।
আর্লিংটনের বাসিন্দা আঞ্জেলা ল্যারোসা জানান, আইসে বহুভাষী নারী কর্মকর্তা হিসেবে কাজ করতে চান তিনি।
রয়টার্সকে তিনি জানান, বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি আইসের সঙ্গে কাজ করতে পারাটা গর্বের।
তিনি আশা করেন, আইসের মতো সংস্থায় নারীদের অংশগ্রহণ আরও বাড়বে।
চাকরি মেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইসের সঙ্গে কাজ করতে আগ্রহী প্রার্থীরা যোগ্য বিবেচিত হলে এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কাজে নিয়োজিত থাকার প্রতিশ্রুতি দিলে ৫০ হাজার ডলার পর্যন্ত সাইনিং বোনাস পাবেন।
তারা জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ আইস কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে।
চলতি বছর জুলাইয়ে স্বাক্ষরিত বিলটিতে কঠোর অভিবাসন আইন বাস্তবায়নে ১৭০ বিলিয়ন ডলার পর্যন্ত বরাদ্দ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বিতাড়ন প্রক্রিয়া আরও গতিশীল করতে আইসকে ৩০ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে।
বিগ বিউটিফুল বিলের মাধ্যমে আইসের জনবল নিয়োগ এবং প্রশিক্ষণ খাতে বড় ধরনের বরাদ্দও নিশ্চিত করা হয়েছে।
আগামী পাঁচ বছরে অন্তত ১০ হাজার আইস কর্মকর্তা নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন কর্মকর্তারা। যদিও আইসের বাজেট অনুযায়ী, সংস্থাটিতে ২১ হাজার পুর্ণকালীন নতুন কর্মী প্রয়োজন।
আর্লিংটনের জব ফেয়ারে এসে আইস নিয়ে ভুল ধারণা দূর হয়েছে জানিয়ে টেরি বারগাম বলেন, বিভিন্ন কমিউনিটির জন্য সমান সুযোগ দিচ্ছে আইস।
এদিকে আইসের কর্মকাণ্ডকে হিটলারের গেস্টাপো বাহিনীর সঙ্গে তুলনা করে বিক্ষোভ করেন আর্লিংটনের বাসিন্দারা।
অভিবাসীদের অবদান অস্বীকার করে ট্রাম্প প্রশাসন আইসের মতো ভয়ংকর বাহিনী গড়ে তুলেছে বলেও অভিযোগ করেন তারা।