টরন্টোর ড্যানফোর্থ বাংলা টাউন এলাকার বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রাত ৮টার দিকে আফ্রিকান বংশোদ্ভূত দুজনের মধ্যে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে আর কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না।