হঠাৎ ছুটে আসা গুলিতে ফুটপাতে দাঁড়ানো নারী নিহত

ডেস্ক রিপোর্ট
  ২৮ আগস্ট ২০২৫, ১৯:৫৯

ম্যানহাটনের ইস্ট হারলেম এলাকায় বুধবার দুপুরের পর হঠাৎ ছুটে আসা গুলিতে নিহত হয়েছেন ৬৯ বছর বয়সী এক নারী।এ ঘটনায় পুলিশ কয়েকজনকে খুঁজছে বলে জানিয়েছে আইউইটনেস নিউজ।

সংবাদমাধ্যমটি জানায়, ইস্ট ওয়ানটেন্থ স্ট্রিট ও ম্যাডিসন অ্যাভিনিউতে দুপুর সাড়ে ১২টার ঠিক আগে ওই নারী গুলিবিদ্ধ হন।
নিউ ইয়র্ক সিটির এক কর্মকর্তা জানান, ভুক্তভোগী ওয়াকার ব্যবহার করতেন। তিনি গুলির লক্ষ্যবস্তু ছিলেন না।
প্রায় ৭০ বছর বয়সী এ নারী তার বন্ধু জুয়ানিতা আরনল্ডের পাশে একটি ফুটপাতে দাঁড়ানো ছিলেন।
জুয়ানিতা জানান, রেস্তোরাঁ থেকে দুপুরের খাবার আনতে সড়কে নেমেছিলেন ভুক্তভোগী।
তিনি জানান, তারা মাত্র চীনা রেস্তোরাঁ থেকে ফিরছিলেন। এমন কোনোকিছু ধারণাই করতে পারেননি।
জুয়ানিতার ভাষ্য, হঠাৎ ছুটে আসে গুলিটি। সে সময় কোনো বিবাদ বা তর্কাতর্কির ঘটনার আলামত পাওয়া যায়নি।
পুলিশ জানায়, কিছুক্ষণ আগে ছিনতাইয়ের শিকার হওয়া এক ব্যক্তি দুই ছিনতাইকারীর পিছু নিয়ে গুলি ছুড়তে থাকেন। একটি গুলি ভুক্তভোগীর দেহে বিদ্ধ হয়। গুলিটির ছুটে আসা দেখেননি ওই নারী।
ভুক্তভোগীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাকে মৃত ঘোষণা করা হয় মাউন্ট সিনাই হসপিটালে।
জুয়ানিতা বলেন, ‘তিনি (ভুক্তভোগী) ছিলেন সুন্দর, দারুণ মানুষ। এ কমিউনিটিতে তিনি ছিলেন সুপরিচিত।’
ছিনতাই ও গুলির ঘটনায় জড়িত তিনজনকেই খুঁজছে পুলিশ। তাদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি।ঘটনার তদন্ত চলছে।