মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) কড়া হুঁশিয়ারি দিয়েছে, মিথ্যাচারিতার আশ্রয় নিয়ে নিজেকে মার্কিন নাগরিক দাবি করলে আজীবনের জন্য নিষিদ্ধ হতে হবে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিকত্বের ভুয়া দাবিদার অভিবাসন প্রক্রিয়ায় স্থায়ীভাবে অযোগ্য বলে গণ্য হবেন।
সংস্থাটি নিজস্ব নীতি-নির্দেশিকা হালনাগাদ করে জানিয়েছে, ‘অভিবাসন ব্যবস্থায় প্রতারণা বা অপব্যবহারের মাধ্যমে যারা সুবিধা নিতে চাইবে, তাদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে।’ ১৯৯৬ সালের ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর আইনের অধীনে, অভিবাসী যদি কোনো ধরনের ভিসা সুবিধা, বসবাস বা আইনগত সুবিধা পাওয়ার জন্য মিথ্যাচার করে নাগরিকত্ব দাবি করে, তবে তিনি স্থায়ীভাবে অযোগ্য হয়ে পড়বেন। সাধারণত এই ক্ষেত্রে কোনো ছাড় বা ওয়েভারের সুযোগ নেই। খবর ইন্ডিয়া টুডের।
আইন অনুযায়ী, কেবলমাত্র যারা ১৬ বছর বয়সের আগেই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন, তাদের জন্য একটি সংকীর্ণ ব্যতিক্রম রাখা হয়েছে।
ইচ্ছাকৃত না হলেও সংস্থাটি আরও জানিয়েছে, ২০১৯ সালে বোর্ড অফ ইমিগ্রেশন আপিলস-এর মাটার অব জাং মামলার রায়ে বলা হয়েছিল—ইচ্ছাকৃতভাবে না হলেও, মিথ্যা নাগরিকত্ব দাবি করলে তা অভিবাসনের ক্ষেত্রে ভয়াবহ প্রভাব ফেলবে। ইউএসসিআইএস ২০২০ সালে এই রায় তাদের নীতি ম্যানুয়ালে যুক্ত করে স্পষ্ট করেছে যে, অভিবাসীকে অযোগ্য ঘোষণার জন্য তার ইচ্ছা প্রমাণ করা জরুরি নয়।
ফেডারেল সংস্থাটি জানিয়েছে, এই হালনাগাদ নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা কিভাবে কোনো ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করবেন তার ধাপগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, কোন কোন বিষয় মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়া হবে তাও নির্দিষ্ট করা হয়েছে।নতুন এই নিয়ম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং চলমান ও ভবিষ্যতের সব আবেদনেই এটি প্রযোজ্য হবে।