প্রার্থী হিসেবে হ্যারিসের বৈধতা খর্ব করার চেষ্টা করছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
  ১৮ আগস্ট ২০২৪, ১২:০৩

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক শিবির থেকে জো বাইডেনের বদলে প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের আগমন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাজ কিছুটা কঠিন করে দিয়েছে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কাছে নির্বাচনী লড়াই হয়ে দাঁড়িয়েছে তিনি বনাম কমলা হ্যারিস ও প্রেসিডেন্ট জো বাইডেন। এ অবস্থায় প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন ট্রাম্প। খবর পলিটিকো।
এক মাসেরও বেশি আগে নির্বাচনী দৌড় থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর ঘটনায় গতকাল শনিবার (১৭ আগস্ট) পেনসিলভানিয়ার উইল্কস বারে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বারবার হ্যারিস এবং ডেমোক্র্যাটদের দোষারোপ করেছেন। সেখানে তিনি প্রার্থী হিসেবে হ্যারিসের বৈধতাকে খর্ব করা এবং তার এক সময়ের প্রতিপক্ষ বাইডেনের দিকেই বারবার আক্রমণ করেছেন।
কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প দাবি করেছেন যে, আগামী সপ্তাহে শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির আসন্ন ন্যাশনাল কনভেনশনে কারচুপি হবে কারণ, বাইডেন সরে দাঁড়িয়েছেন। কয়েকদিন আগে স্ট্রোক করা পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যানের চেয়েও বাইডেনকে খারাপ বিতার্কিক বলেছেন ট্রাম্প। পাশাপাশি তার অভিযোগ, গণমাধ্যম প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে পক্ষপাতিত্ব করছে।
ট্রাম্প বলেন, 'বাইডেনের কী হয়েছে? কিছুদিন আগেও আমি বাইডেনের বিরুদ্ধে লড়ছিলাম আর এখন আরেকজনের বিরুদ্ধে। আমি কার বিরুদ্ধে লড়ছি, হ্যারিস? হ্যারিস কে?'
এরপর তিনি কমলা হ্যারিসকে ‘উগ্র বামপন্থী পাগল’ বলেও অভিহিত করেন, যিনি ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হতে ব্যর্থ হয়েছিলেন।
নির্বাচনী দৌড়ে হ্যারিস প্রবেশ করার পর থেকে বেশ কিছু জরিপে ট্রাম্পের সঙ্গে তিনি ভোটের ব্যবধান কমিয়ে এনেছেন। গতকাল নিউইয়র্ক টাইমসের এক নতুন জরিপ অনুসারে, অ্যারিজোনাসহ বেশ কয়েকটি ফল নির্ধারণী রাজ্যে ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছেন হ্যারিস। গত সপ্তাহে একই জরিপে দেখা গেছে, হ্যারিস পেনসিলভানিয়ায় ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছেন।
প্রতিযোগিতার চিত্র পাল্টে যাওয়ায় হ্যারিসকে ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ করছেন ট্রাম্প। কখনো বলছেন ‘বোবা’, কখনো বলছেন ‘সমাজতান্ত্রিক পাগল’। গতকাল ট্রাম্প এটাও বলেছেন যে, তার বিশ্বাস, তিনি হ্যারিসের চেয়ে দেখতে সুন্দর।
এরপর প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, 'কেন সে (হ্যারিস) কনভেনশনে যাচ্ছে? কারণ, এটি স্পষ্টতই একটি কারচুপির কনভেনশন। হ্যারিস কোনো ভোট পাননি।'