নাসাউ কাউন্টিতে মাস্ক পরা নিষিদ্ধ

সমর্থন জানালেন মেয়র এরিক অ্যাডামস
ডেস্ক রিপোর্ট
  ১৮ আগস্ট ২০২৪, ১৫:২২

নাসাউ কাউন্টিতে, ১৪ আগস্ট জনসমক্ষে মাস্ক পরা নিষিদ্ধ করা হয়েছে। জনসমক্ষে নিজের পরিচয় লুকানোর জন্য মুখ ঢেকে রাখা এখন একটি অপরাধ বলে গণ্য হবে। নতুন আইন ভঙ্গ করলে এক বছরের জেল এবং $১০০০ জরিমানা হতে পারে। স্বাস্থ্য বা ধর্মীয় কারণে এর ব্যতিক্রম আছে। ১৬ আগস্ট শুক্রবার, মেয়র এরিক অ্যাডামস এই নিষেধাজ্ঞাকে সমর্থন করছেন। এর আগেও অ্যাডামস স্বাস্থ্য বিষয়ক কিছু নির্দিষ্ট পরিস্থিতি ছাড়া, মাস্ক নিষিদ্ধ করার পক্ষে ছিলেন। ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কসিটিতেও জনসমক্ষে মাস্ক পরা বন্ধ হয়ে যেতে পারে। 'রিসেট টক শো' তে অ্যাডামস্ বলেছিলেন, স্বাস্থ্যজনিত কারণ ছাড়া মাস্ক পরিধান নিষিদ্ধ করার বিষয়ে তিনি বিশ্বাসী। অ্যাডামস বলেছিলেন যে, 'মাস্ক পরা অপরাধী, প্রতিবাদকারী এবং দাঙ্গাবাজদের মুখ লুকানোর জন্য কিছু করা দরকার। কারণ আপনি যখন কারো মুখ, চোখ দেখতে পাচ্ছেন না, তখন সেই ব্যক্তিকে বিচারের আওতায় আনতে অনেক সময় লাগে।' যদিও গভর্নমেন্ট ক্যাথি হকুল স্টেটব্যাপি মাস্ক আইনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। তবে অ্যাডামসের একজন মুখপাত্র বলেছেন যে, মাস্ক ইস্যুটি যেন সঠিক আইনি পথে যায়, তার জন্য সিটি এবং স্টেট একসাথে কাজ করবে।  সিটি কাউন্সিলের সদস্য ইনা ভার্নিকভ সম্প্রতি "আনমাস্ক দ্য হেট" রেজোলিউশন উন্মোচন করেছেন, যা আইনী বা বেআইনি সমাবেশে অংশ নেওয়ার সময় মুখ লুকানোকে বেআইনি করে তোলে। ভার্নিকভের মতে বর্তমানে যে আইনগুলি মাস্ক ব্যবহারের অনুমতি দেয়, তা হল কোভিড প্রাদুর্ভাবের জন্য পুরানো প্রতিক্রিয়া। কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান এটিকে একটি কমনসেন্স আইন বলে অভিহিত করেছেন। বিলে স্বাক্ষর করার সময় ব্লেকম্যান বলেন, 'আপনার মাস্ক খুলে ফেলুন। কাওয়ার্ড হবেন না, এটি একটি বিল যা জনগণকে রক্ষা করতে যাচ্ছে।' নিউ ইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়ন এই আইনের নিন্দা করেছেন। সিভিল রাইটস অর্গানাইজেশনটি বলছে, 'নাসাউ কাউন্টির কর্মকর্তাদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা উচিত, নিউ ইয়র্কবাসীর খরচে রাজনৈতিক পয়েন্ট স্কোর করা উচিত নয়।'  আপাতত, নাসাউ কাউন্টি পুলিশ কর্মকর্তারা মাস্ক নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।