সেন্ট্রাল পার্কে ডাকাতিতে টহল বাড়িয়েছে NYPD

ডেস্ক রিপোর্ট
  ১৯ আগস্ট ২০২৪, ১৩:৫২

পুলিশ বৃহস্পতিবার (আগস্ট ১৫) একটি ডাকাতির সাথে যুক্ত দুই ব্যক্তির নজরদারি ফটো উন্মোচন করেছে সেন্ট্রাল পার্ক থেকে। সেই সব ডাকাতি শিশুদের দ্বারা সংঘটিত হয়েছে বলে অভিযোগ৷ পুলিশ বলছে, তরুণরা অভিবাসী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে।  মঙ্গলবার রাত ১০ঃ৪৫টার সন্দেহভাজনরা ওয়েস্ট ৬২তম স্ট্রিট এবং ওয়েস্ট ড্রাইভে সেনট্রাল পার্কের বেঞ্চে বসে ছিল। তাদের বয়স ১৬/১৭ হবে বলে অনুমান করা হচ্ছে। প্রথম সন্দেহভাজনকে শেষবার লাল এবং সাদা বেসবল ক্যাপ, ছেঁড়া ট্রাউজার্স, সাদা স্নিকার্স এবং একটি কালো ট্যাঙ্ক টপ সহ দেখা গিয়েছিল। দ্বিতীয় সন্দেহভাজন, যাকে শেষবার কালো বেসবল ক্যাপ, গাঢ় রঙের ক্রোকস, ছেঁড়া কালো জিন্স এবং একটি কালো টি-শার্ট পরা অবস্থায় দেখা গিয়েছিল, তাদের দুজনকেই পাতলা গড়ন হিসাবে বর্ণনা করা হয়েছে। বুধবার বিকেল থেকে স্কুটার, ঘোড়া এবং সাইকেলে করে পুলিশ সেন্ট্রাল পার্কে প্রবেশ করে।সেন্ট্রাল পার্কের বাইরে বিপুল সংখ্যক পুলিশ পায়ে হেঁটে রোল কল করেে। নজরদারি ভিডিওতে দেখা গেছে, একদল শিশু, যাদের সবাই অভিবাসী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে বলে ধরা হচ্ছে, তারা একটি পার্কের বেঞ্চে একজন পর্যটককে ঘিরে ধরে এবং মঙ্গলবার ভোরে তার মানিব্যাগ ছিনতাই করে নেয়। খবরে বলা হয়েছে, সন্দেহভাজনের বয়স মাত্র এগারো বছর। একটি ফাস্ট-ফুড দোকানে চুরি হয়ে যাওয়া ক্রেডিট কার্ড ব্যবহার করেতে গিয়ে সে ক্যামেরায় ধরা পড়ে। সেন্ট্রাল পার্কে চুরির সময়, সেই কার্ডটি নেওয়া হয়েছিল। এছাড়াও, অভিবাসী আশ্রয়কেন্দ্রে পরীক্ষা করার একটি ভিডিও কর্তৃপক্ষের কাছে রয়েছে। মঙ্গলবার ভোরে সেন্ট্রাল পার্কের গ্র্যান্ড আর্মি প্লাজায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন তরুণ সন্দেহভাজনের মধ্যে দুজন শহরের আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন, তাদের মধ্যে একজন রো হোটেলে।এ নিয়ে পুলিশ কিছু যুবকের ছবি সম্বলিত পোস্টার প্রদর্শন করেছে। ডাকাতির ঘটনায় এখনো কেউ ক্ষতিগ্রস্ত না হলেও পার্কে অপরাধ বৃদ্ধির দিকে কড়া নজর দিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে পুলিশ জানিয়েছে, ভিক্টিমদের বেশিরভাগই পর্যটক। NYPD কর্মকর্তারা মাসের শেষের দিকে সেন্ট্রাল পার্কে ড্রোন মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছেন। ড্রোনগুলি মিনিটের মধ্যে ঘটনার প্রতিক্রিয়া জানাবে এবং পুলিশ অফিসাররা ঘনটাস্থলে না আসা পর্যন্ত সন্দেহভাজনদের ট্র্যাক করবে।