ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS), ১৯ আগস্ট, ২০২৪ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের নন-সিটিজেন বা অনথিভুক্ত স্বামী/স্ত্রী এবং সৎ সন্তানদের জন্য বিদ্যমান সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের অধীনে প্যারোলের জন্য অনুরোধ করার প্রক্রিয়া শুরু করেছে। এই প্যারোল প্রোগ্রামটি ১৮ জুন, ২০২৪- এ অভিবাসন ব্যবস্থায় পারিবারিক ঐক্যের প্রচারে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন। জুন মাসে ঘোষিত এই প্রোগ্রামটি প্রায় ৫ লাখ লোককে আইনানুগ কর্মসংস্থান খুঁজে পেতে সহায়তা করবে। অনেক অভিবাসী এ দেশে অনুমতি ছাড়াই প্রবেশ করেন এবং বছরের পর বছর ধরে থাকার পরও দেশ ছেড়ে যেতে হয়। নতুন এই নিয়ম, আইনি মর্যাদা ছাড়া মার্কিন নাগরিকদের স্বামী/স্ত্রী এবং সৎ সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য। এটি তাদেরকে বৈধ স্থায়ী বসবাসের অনুমতি দিবে যা গ্রিনকার্ড নামে পরিচিত। তারা তিন বছরের ওয়ার্ক পারমিটের জন্যও যোগ্য হবেন। তবে আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা ১৭ জুন, ২০২৪ এর আগে কমপক্ষে ১০ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এবং স্বামী/স্ত্রীর ক্ষেত্রে আইনত বিবাহিত হতে হবে। কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হননি বা জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তা হুমকির সম্মুখীন হননি-এসব মানদণ্ডের মধ্যে থাকতে হবে। দীর্ঘ আবেদনটি পূরণ করতে হবে এবং আবেদনের জন্য ফি দিতে হবে ৫৮০ ডলার। এছাড়াও চাকরির অনুমোদনের জন্য ফি লাগবে $৪৭০, স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে লাগবে ১,৪৪০ ডলার। মার্কিন নাগরিকদের তাদের সৎ সন্তানদের জন্য ফর্ম ফাইল করতে হবে, যার ফি জনপ্রতি ৬২৫ ডলার। যদি আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয়তা পূরণ হয় এবং DHS আবেদনটি অনুমোদন করে, তবে স্থায়ী বসবাসের জন্য ব্যক্তির আবেদন করার জন্য তিন বছর সময় থাকবে। এই সময়ের মধ্যে, ব্যক্তিকে পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হবে এবং কাজের অনুমোদন দেয়া হবে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের প্যারোল ফ্যাক্ট শীট অনুসারে, যদিও মার্কিন নাগরিকদের স্বামী/স্ত্রী সাধারণত নাগরিকের নিকটাত্মীয় হিসাবে অভিবাসী ভিসার জন্য যোগ্য, তবে অবৈধভাবে দেশে প্রবেশ করা স্বামী / স্ত্রীদের জন্য অভিবাসন অবস্থা পরিবর্তন করা বুরোক্রিটিক্যালি কঠিন এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। ফেডারেল আইনের অধীনে, যেসব অভিবাসীরা অফিসিয়াল পোর্ট দিয়ে প্রবেশ করেছেন এবং যাদের পরিদর্শন করে ভর্তি করা হয়েছে বা প্যারোলে রয়েছে, তারা স্থায়ী বসবাসের জন্য দেশ ত্যাগ না করেই স্টেটাস সামঞ্জস্য করার জন্য আবেদন করতে পারবেন। তবে ইন্সপেক্টেড বা পরিদর্শন ছাড়া প্রবেশ করা অভিবাসীদের জন্য এই সুযোগ নেই। ফ্যাক্ট শীট অনুযায়ী, তাদের অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হবে, বিদেশে একটি কনস্যুলেটে যেতে হবে এবং পুনরায় প্রবেশের জন্য নতুন অভিবাসী ভিসা পেতে হবে।