একনজরে নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী স্টেট সিনেটর জেসিকা র‌্যামোস 

ডেস্ক রিপোর্ট
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২

নিউইয়র্ক সিটির আগামী মেয়র নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা র‌্যামোস। ইতোমধ্যে তিনি তার প্রার্থিতার কথা ঘোষণা করেছেন। ২০২৫ সালে অনুষ্ঠিতব্য মেয়র নির্বাচনে চূড়ান্ত প্রার্থিতা লাভের আগে তাকে ডেমোক্রেটিক প্রাইমারিতে বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবং সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
কলম্বিয়ান বংশোদ্ভুত জেসিকা ১৯৮৫ সালে কুইন্সের এলমহার্স্টে জন্মগ্রহণ করেন এবং লং আইল্যান্ডের হফস্ট্রা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশনের পর সিটি হলে কমিউনিকেশনস অ্যাভাইজার হিসেবে এবং পরে ল্যাটিনো মিডিয়ার ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি “বিল্ড আপ নিউইয়র্ক সিটি” নামে একটি অ্যাডভোকেসি গ্রুপের কমিউনিকেশনস ডাইরেক্টর হিসেবেও কাজ করেছেন। ২০১৯ সালে জেসিকা র‌্যামোস নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১৩ থেকে সিনেটর নির্বাচিত হন।
বর্তমান মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পরিচালনারত তদন্ত, পুলিশ কমিশনারের পদত্যাগসহ উদ্ভুত পরিস্থিতিতে যখন চরম জটিল এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সংকটক্ষণে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সিটির ভাবমূর্তি পুনরুদ্ধার করা করার দায়িত্ব গ্রহণ করে সিটিকে সঠিক পথে চালিত করার দায়িত্ব গ্রহণ করতে চান স্টেট সিনেটর জেসিকা র‌্যামোস। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে নির্বাচিত হলে তিনি নিউইয়র্কবাসীর মতামতকে প্রাধান্য দিয়ে সিটিকে নতুন দিশা দেবেন।
জেসিকা নিউইয়র্কের প্রধান বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের তথা সিটিকে বসবাসকারী বাংলাদেশিদের প্রিয়ভাজন একজন জনপ্রতিনিধি। বাংলাদেশিদের আহবানে তিনি সাড়া দিয়ে তাদের মনে স্থান করে নিয়েছেন এবং তিনি আশা করেন যে তিনি তার দলের মনোনয়ন লাভ করলে বাংলাদেশিদের পূর্ণ সমর্থন লাভ করবেন।
জেসিকা তার প্রার্থিতা ঘোষণা করতে গিয়ে বলেছেন যে, দুর্নীতির কারণে আমরা যা হারিয়েছি তা পূরণ করার সুযোগ যাতে হাতছাড়া না হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমাদের রাস্তাঘাট গর্ত, আবর্জনা ও ইঁদুরে ভরা। আমাদের স্কুলগুলি তাদের প্রয়োজনীয় তহবিল পাচ্ছে না।
সিটির এজেন্সিগুলো স্বল্প জনশক্তি নিয়ে কাজ করছে এবং নিউইয়র্কবাসীরা যেসব মৌলিক সার্ভিসগুলোর উপর নির্ভর করে, সেসব সার্ভিস প্রয়োজনীয় সেবা দিতে হিমসিম খাচ্ছে। ফলে সিটি সরকারের ওপর থেকে মানুষের আস্থা বিনষ্ট হয়েছে। জেসিকা সেই আস্থা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তিনি বিশ্বাস করেন যে স্টেট সিনেটর হিসেবে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সিটি প্রশাসন পরিচালনা তা দক্ষতার সঙ্গে কাজে লাগাতে পারবেন এবং সিটিবাসীর প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ হবেন না। তিনি তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
এদিকে নিউইয়র্ক সিটির মেয়র পদের নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন স্টেট সিনেটর জেসিকা রামোস। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ম্যানহাটানে সিটি হল প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র এরিক অ্যাডামস আর সিটি কম্পট্রোলার ব্র্যাড লেন্ডার।
সংবাদ সম্মেলনে জেসিকা বলেন, তিনি নিউইয়র্কের কুইন্সে বসবাস করেন। তিনি জানেন এই শহরের সব মানুষের দুঃখকষ্ট, প্রত্যাশা প্রাপ্তি ও সম্ভাবনা কি? তিনি আরো বলেন, সিটির গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে স্টেট সিনেটে যথাসাধ্য ভূমিকা রেখেছেন। তার বিশ্বাস নিউইয়র্ক শহরের নাগরিকরা তাকেই আগামীর মেয়র হিসেবে দেখতে চায়। এসময় ভারতীয় ও স্প্যানিশ কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক সিটির কুইন্স বরোর এলমহার্স্টে ১৯৮৫ সালের ২৭ জুন জন্মগ্রহণকারী জেসিকা রামোস ২০১৯ সাল থেকে ডেমোক্র্যাট পার্টির সক্রিয় সদস্য। তিনি বর্তমানে নিউইয়র্ক ষ্টেট সিনেট ডিষ্ট্রিক্ট ১৩ থেকে নির্বাচিত সিনেটর। নিউইয়র্ক সিটির কুইন্স বরোর করোনা, এলমহার্স্ট, ইস্ট এলমহার্স্ট ও জ্যাকসন হাইটস এলাকা নিয়ে তার নির্বাচনী সিনেট ডিষ্ট্রিক্ট ১৩। ব্যক্তিগত জীবনে জেসিকা রামোস দুই পুত্র সন্তানের জননী এবং জ্যাকসন হাইটস এলাকায় বসবাস করেন।