মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

স্টেইনকে সমর্থন দিচ্ছেন মুসলিম ভোটাররা

বিপাকে কমলা
ডেস্ক রিপোর্ট
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৯

গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়ায় ক্ষুব্ধ আরব-আমেরিকান ও মুসলিম ভোটাররা। আর এর প্রভাব পড়ছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। ডেমোক্র্যাট কমলা হ্যারিসের বদলে এখন তৃতীয় একটি দল গ্রিন পার্টির জিল স্টেইনকে সমর্থন দিচ্ছেন তারা। এর ফলে ৫ নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে কমলা পরাজিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
এই মাসে প্রকাশিত কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস-সিআইএআরের এক জরিপে দেখা গেছে, মিশিগানে মুসলিম ভোটারদের ৪০শতাংশই গ্রিন পার্টির প্রার্থী স্টেইনকে সমর্থন করছেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রয়েছেন ১৮ শতাংশ ভোটার আর কমলাকে সমর্থন দিয়েছেন ১২ শতাংশ মুসলিম ভোটার। এই রাজ্যেই সবচেয়ে বেশি আরব-আমেরিকান সম্প্রদায়ের বসবাস।
জরিপে দেখা গেছে,অ্যারিজোনা ও উইসকনসিনেও মুসলিমদের মধ্যে স্টেইন এগিয়ে আছেন। এই দুটি রাজ্যে ২০২০ সালের নির্বাচনে বাইডেন সামান্য ব্যবধানে ট্রাম্পকে পরাজিত করেছিলেন। তবে, জর্জিয়া ও পেনসিলভানিয়ায় মুসলিম ভোটারদের মধ্যে কমলা এগিয়ে আছেন, আর নেভাদায় ট্রাম্প সামান্য ব্যবধানে কমলাকে পরাজিত করেছেন। নেভাদায় এক হাজার ১৫৫ মুসলিম ভোটারদের মধ্যে জরিপ চালিয়েছে সিএআইআর। জরিপে দেখা গেছে, কমলা ২৬ শতাংশ ও ট্রাম্প ২৭ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে।
২০২০ সালের নির্বাচনে বাইডেন সবচেয়ে বেশি মুসলিম ভোট পেয়েছিলেন, যেখানে তারা ৮০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছিল। কিন্তু গাজায় ইসরায়েলি  ক্রমবর্ধমান হামলার জন্য ডেমোক্র্যাটদের মধ্যে মুসলিম ভোটারদের সমর্থন অনেক কমেছে।
২০২০ সালের মার্কিন আদমশুমারিতে প্রায় ৩৫ লাখ আমেরিকান মধ্যপ্রাচ্যীয় বংশোদ্ভূত হিসেবে রিপোর্ট করেছেন। ওই বছরই প্রথমবার এই রেকর্ড করা হয়েছিল। যদিও তারা আমেরিকার ৩৩ কোটি ৫০ লাখ জনসংখ্যার মাত্র এক শতাংশ। তারপরও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, এই ভোটাররা একটি সংকটাপন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জিল স্টেইন গাজা নিয়ে আগ্রাসীভাবে প্রচারণা চালাচ্ছেন। ট্রাম্পের প্রতিনিধিরা মুসলিম গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক করে কমলার চেয়ে দ্রুত শান্তির প্রতিশ্রুতি দিচ্ছেন। সেখানে কমলার প্রচারণা শিবির মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করারই অনুমতি পাচ্ছেন না।
২০১৬ সালের নির্বাচনে স্টেইন মাত্র এক শতাংশের কিছু বেশি পপুলার ভোট পেয়েছিলেন। কিন্তু কিছু ডেমোক্র্যাট অভিযোগ করেছিলেন যে তিনি হিলারি ক্লিনটনের ভোট কেড়ে নিয়েছিলেন।
জরিপ অনুযায়ী ২০২৪ সালের নির্বাচনেও খুব বেশি পপুলার ভোট পাবেন না স্টেইন। কিন্তু হয়ত কমলার ভোট কেড়ে নিবেন।