যুক্তরাষ্ট্রে নির্বিচারে বন্দুকধারীর গুলি , নিহত  ৪

ডেস্ক রিপোর্ট
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৯

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর বিবিসির।
বার্মিংহাম পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড বলেছেন, স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকার ম্যাগনোলিয়া অ্যাভিনিউতে ‘একাধিক বন্দুকধারী হঠাৎ এসে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে।’
পুলিশ ঘটনাস্থলে দুই পুরুষ ও একজন নারীর মরদেহ উদ্ধার করে এবং অপর ব্যক্তি হাসপাতালে মারা যান বলেও জানান তিনি।
ফিটজেরাল্ড আরও বলেছেন, বন্দুকধারীরা হতাহত ব্যক্তিদের কাছে হেঁটে গিয়েছিল নাকি গাড়ি চালিয়ে গিয়েছিল তা গোয়েন্দারা তদন্ত করছে। কোনো সন্দেহভাজনকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
ফাইভ পয়েন্টস সাউথ ডিস্ট্রিক্ট এলাকায় বহু মানুষ রাত্রিকালীন সময় কাটিয়ে থাকেন।
আহতদের সম্পর্কে ফিটজেরাল্ড সাংবাদিকদের বলেন, ‘আমাদের এই এলাকা থেকে কয়েক ডজন মানুষ বন্দুকের গুলিতে আহত হয়েছেন। আমাকে বলা হয়েছে, বন্দুকের গুলিতে আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।’
আর্কাইভ অনুসারে, এই বছর এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ৪০০টিরও বেশি গণগোলাগুলির ঘটনা ঘটেছে। যে গোলাগুলিতে ৪ বা তার অধিক ব্যক্তি হতাহত হয় তাকে গণগোলাগুলি হিসেবে চিহ্নিত করা হয়েছে।