মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

নারী প্রেসিডেন্ট নির্বাচনের ‘এখনই সময়’,

কমলার সমাবেশে পপ তারকা লিজো
ডেস্ক রিপোর্ট
  ২১ অক্টোবর ২০২৪, ০০:৫০

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে গতকাল শনিবার কমলা হ্যারিসের নির্বাচনী সমাবেশে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা লিজো। ভোটারদের ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কমলাকে সমর্থন জানিয়ে আগাম ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রে একজন নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত কি না, এ নিয়ে যে বিতর্ক রয়েছে, সেটাও উড়িয়ে দিয়েছেন লিজো। তিনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত হয়, আমার একটি কথাই বলার আছে: এটাই সময়!’ লিজোর দারুণ জনপ্রিয় একটি গান ‘অ্যাবাউট ড্যাম টাইম’। তাঁর জন্ম ডেট্রয়েটে।

যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর একটি মিশিগান। সেখানে আগাম ভোট শুরু হয়েছে। লিজো মিশিগানকে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি দোদুল্যমান বলে মন্তব্য করেন। সেখানে প্রতিটি ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এখানে সর্বশেষ ভোটটিও গণনা করা হয়।’
যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর একটি মিশিগান। সেখানে আগাম ভোট শুরু হয়েছে। লিজো মিশিগানকে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি দোদুল্যমান বলে মন্তব্য করেন। সেখানে প্রতিটি ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এখানে সর্বশেষ ভোটটিও গণনা করা হয়।’
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। তবে এরই মধ্যে অনেক অঙ্গরাজ্যে আগাম ভোট নেওয়া শুরু হয়ে গেছে। ডাকযোগে বা সশরীর ভোটাররা আগাম ভোট দিচ্ছেন। গতকাল থেকে মিশিগানে আগাম ভোট গ্রহণ শুরু হয়।
দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় পার্টির প্রার্থীর প্রতি ভোটারদের জোরালো সমর্থন থাকে। এসব অঙ্গরাজ্যে প্রার্থীদের জয়-পরাজয়ের ব্যবধান থাকে খুব সামান্য এবং অঙ্গরাজ্যগুলো প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।