নতুন রাষ্ট্রপতির প্রথম দিন যেভাবে কাটল

নিজস্ব প্রতিবেদক
  ২৬ এপ্রিল ২০২৩, ১৩:২০

রাষ্ট্রপতি হিসেবে গতকাল মঙ্গলবার ছিল মোঃ সাহাবুদ্দিনের প্রথম কর্মদিবস। এদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে, কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরও আগে সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল মাঠে আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন নতুন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পরিবারের সদস্যবৃন্দ এ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি দল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় সেনা-নৌ-বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত ব্যান্ডদল স্বাগত সুর পরিবেশন করে।
পরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু জাদুঘরও পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করেন।
এর পর রাষ্ট্রপতি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ঐতিহাসিক মাতৃভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি প্রিয় মাতৃভাষা বাংলার জন্য শাহাদাতবরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
রাষ্ট্রপতি আজ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন আজ দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি। তিনি সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া তিনি সেখানে সুরা ফাতেহা পাঠ করবেন এবং বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদদের বিদেহি আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করবেন। রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণে দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করবেন। রাষ্ট্রপ্রধান মোটর শোভাযাত্রা সহযোগে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যাবেন। বিকালেই তার বঙ্গভবনে ফেরার কথা রয়েছে।
বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অভিনন্দন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। গতকাল বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের সম্রাট নারুহিতো, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুসতাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা, ইরানের রাষ্ট্রপতি সাঈদ ইব্রাহিম রাইসি ও সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।