যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি সংক্রান্ত কঠোর পদক্ষেপের অংশ হিসেবে কলোরাডোর একটি নাইটক্লাবে অভিযান চালিয়ে ১০০ জনের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, আইনমন্ত্রী প্যাম বন্ডি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) একটি আন্ডারগ্রাউন্ড নাইটক্লাবে ১০০ জনের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে, যেখানে টিডিএ গেস এমএস-১৩ সন্ত্রাসীরা উপস্থিত ছিল।
ট্রাম্প দক্ষিণ আমেরিকার গ্যাং ট্রেন দে আরাগুয়া এবং এমএস-১৩কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছেন, মেক্সিকো সীমান্তে সেনা পাঠিয়েছেন এবং অবৈধ অভিবাসীদের ব্যাপক বহিষ্কারের আহ্বান জানিয়েছেন, যা তার কঠোর অভিবাসন নীতি হিসেবে পরিচিত।
প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপের মধ্যে ফেডারেল বিচারক, অধিকার গোষ্ঠী এবং ডেমোক্রেটদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, যারা বলছেন যে তিনি অভিবাসীদের ডিপোর্ট করতে গিয়ে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন এবং কখনও কখনও শুনানি ছাড়াই তাদের বহিষ্কার করছেন।
ডিইএ কর্তৃক এক্সে পোস্ট করা ফুটেজে দেখা যায়, সশস্ত্র কর্মকর্তারা একটি জানালা ভেঙে ক্লাবের ভেতরে উপস্থিত মানুষের কাছে হাত তোলার জন্য চিৎকার করছেন, যাদের বেশিরভাগ বিল্ডিং থেকে পালিয়ে একটি স্ট্রিপ মল পার্কিং লটে চলে যাচ্ছিল।
ডিইএ জানিয়েছে, কলোরাডো স্প্রিংসের আন্ডারগ্রাউন্ড নাইটক্লাব থেকে ১০০ জনের বেশি অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। সংস্থাটি এক্সে আরও পোস্ট করেছে, এ সময় ড্রাগ ও অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
ডিইএ স্পেশাল এজেন্ট জনাথন পুলেন স্থানীয় টিভি চ্যানেলগুলোকে বলেছেন, অভিযানটি এমন কিছু মার্কিন সেনা সদস্যের সন্ধান পেয়েছে, যারা ক্লাবে গ্রাহক হিসেবে অথবা সশস্ত্র নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করছিল।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই অভিযানকে স্বাগত জানান এবং বলেন, আমাদের দেশে অবৈধভাবে থাকা কিছু সবচেয়ে খারাপ মানুষদের মাদক ব্যবসায়ী, হত্যাকারী ও অন্যান্য সহিংস অপরাধীকে লক্ষ্য করা হয়েছে। তিনি অভিবাসী বহিষ্কারের পথে বাধা সৃষ্টি করা বিচারকদের সমালোচনা করে বলেছিলেন, তারা যুক্তরাষ্ট্রকে অপরাধে পূর্ণ এক বিশৃঙ্খল স্থান বানিয়ে দেবে।
অধিকার গোষ্ঠী গত সপ্তাহে জানিয়েছে, কর্তৃপক্ষ বিরল ধরনের ক্যানসারে আক্রান্ত এক শিশুসহ তিন আমেরিকান শিশুকে তাদের অবৈধ অভিবাসী মায়েদের সঙ্গে বহিষ্কার করেছে।
একটি উল্লেখযোগ্য বহিষ্কার ছিল মেরিল্যান্ডের অধিবাসী কিলমার আব্রেগো গারসিয়ার, যাকে তার সুরক্ষিত আইনি অবস্থান থাকা সত্ত্বেও এল সালভাদরে পাঠানো হয়েছে।
ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে যে, আব্রেগো গারসিয়াকে প্রশাসনিক ভুলের কারণে বহিষ্কার করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সরকারকে তাকে পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিতে হবে। তবে ট্রাম্প তার অবস্থান আরও দৃঢ় করেছেন, দাবি করেছেন যে আব্রেগো গারসিয়া আসলে একটি গ্যাং সদস্য।