নিউইয়র্কে ৬ হাজার সহায়ক আবাসন ইউনিটের পরিকল্পনা অ্যাডামসের

ডেস্ক রিপোর্ট
  ২৯ এপ্রিল ২০২৫, ১৪:১৭

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস শহরের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের জন্য প্রায় ৬ হাজার নতুন সহায়ক আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। ২০২৬ অর্থবছরের নির্বাহী বাজেটে এ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন এই উদ্যোগের আওতায়, নিউইয়র্ক সিটির ‘১৫/১৫ সহায়ক আবাসন প্রকল্পকে নতুন করে সাজানো হবে। ভবিষ্যতে কনগ্রিগেট বা একক ভবনভিত্তিক মডেলে আবাসন নির্মাণে জোর দেওয়া হবে। যেখানে বাসিন্দারা একই স্থানে আবাসন সুবিধার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও সামাজিক সেবা পাবেন।

মেয়রের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন বাজেটে ৪৬ মিলিয়ন ডলার ব্যয়ে ৫ হাজার ৮৫০টি ইউনিট নির্মাণ ও সংরক্ষণ করা হবে। এর মধ্যে ৪ হাজার ৫৫০টি নতুন ইউনিট নির্মাণ করা হবে এবং ১ হাজার ৩০০টি বিদ্যমান ইউনিট সংরক্ষণ করা হবে।
২০১৫ সালে চালু হওয়া ১৫/১৫ প্রকল্পের লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে ১৫ হাজর ইউনিট সহায়ক আবাসন তৈরি করা। মেয়র অ্যাডামস সেই সময়সীমা এগিয়ে এনে ২০২৮ করেছেন। তবে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবাসন প্রকল্পের অগ্রগতি আশানুরূপ না হওয়ায় এবার কনগ্রিগেট মডেলে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার অ্যাড্রিয়েন অ্যাডামস এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, নতুন এই বিনিয়োগ নিউইয়র্কবাসীর আবাসন সুরক্ষায় একটি বড় অগ্রগতি।
এছাড়া নতুন বাজেটে আরও ৩৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির ইউনিট সংস্কারে এবং ভাড়াটিয়াদের আইনি সহায়তার জন্য ৭.৬ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।
মেয়র অ্যাডামস বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে রাস্তায় বা সাবওয়েতে আর কাউকে মানবেতর অবস্থায় থাকতে দেব না। এই বাজেট সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটি ধাপ।