নিউইয়র্কে ২৫৪ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  ২৯ এপ্রিল ২০২৫, ১৪:১৮

নিউইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল  আগামী অর্থবছরের জন্য ২৫৪ বিলিয়ন ডলারের বাজেট চুক্তির ঘোষণা দিয়েছেন। বাজেট চুক্তিটি রাজ্যের মধ্যবিত্ত পরিবার, শিক্ষার্থী এবং জননিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রণয়ন করা হয়েছে।  সোমবার রাতে আলবেনিতে তিনি এই ঘোষণা দেন।
জানা যায়, নতুন বাজেটের আওতায় মধ্যবিত্ত শ্রেণির জন্য কর হ্রাসের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে শিশু কর ক্রেডিট তিনগুণ বৃদ্ধি করা হবে।শিক্ষাক্ষেত্রে, রাজ্যের সব শিক্ষার্থীর জন্য বিনামূল্যে সকালের নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে অতিরিক্ত বিনিয়োগ বরাদ্দ করা হয়েছে।
জননিরাপত্তার ক্ষেত্রে বাজেটে একটি উল্লেখযোগ্য নতুন বিধান যুক্ত করা হয়েছে। অপরাধ সংঘটনের সময় বা অপরাধস্থল থেকে পালানোর সময় মুখোশ পরা ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ আনা যাবে। তবে এই বিধান স্বতন্ত্র কোনো অপরাধ নয়; এটি বিদ্যমান অপরাধের সঙ্গে অতিরিক্ত চার্জ হিসেবে প্রয়োগ করা হবে।
গভর্নর হোকুল পূর্বে আশাবাদ ব্যক্ত করেছিলেন, সপ্তাহের শেষ নাগাদ বাজেট চুক্তি সম্পন্ন হবে। ঘোষণার মাধ্যমে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করলেন।