টানা বৃষ্টিতে জনশূন্য ব্যস্ত ঢাকার রাস্তাঘাট  

ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

নিজস্ব প্রতিবেদক
  ০৬ অক্টোবর ২০২৩, ১৯:৩৫

আজ শুক্রবার। সরকারি ছুটির দিন। তার উপর দুই দিন ধরে চলছে বৃষ্টি। দেশের বিভিন্ন জেলার ধারাবাহিকতায় আজ সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে ঢাকায়। ছুটি আর বৃষ্টি, দুয়ে মিলে জনশূন্য হয়ে পড়েছে ঢাকার পথঘাট। এদিকে বৃষ্টির পানি জমেছে ঢাকার বিভিন্ন এলাকায়। তাতে খুব বেশি মানুষকে ভোগান্তিতে পড়তে না হলেও বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পথে মানুষ নেই, তাদের রোজগারও নেই।
মতিঝিলের রিকশাচালক নিজাম মিয়ার বলেন, গতকাল (বৃহস্পতিবার) বৃষ্টির মধ্যে ভালোই যাত্রী ছিল। কিন্তু আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র চারজন যাত্রী পেয়েছি। বৃষ্টিতে ভাড়া নিতে গিয়ে ভিজেছে পুরো শরীর।
পল্টনের চা দোকানি জামাল বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় কাস্টমার নাই। সকাল থেকে দুপুর পর্যন্ত ২০/২৫ কাপ চা বিক্রি করেছি। যেখানে অন্যদিন ১০০ কাপের বেশি বিক্রি হয়।
ফুটপাতে তরকারি বিক্রি করেন আব্দুল হালিম। তরকারি কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এ বৃষ্টির মধ্যে প্রায় সব সবজিরই দাম বেড়েছে। বেশি দামে কিনে এনে এখন ক্রেতা নেই।
শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৪২ থেকে ৪৫ টাকা। খোলাবাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে আবারও ৯০ টাকায় উঠেছে। যা গত সপ্তাহে ৮০ টাকায় নেমেছিল। পাশাপাশি আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৭০-৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশে সূর্যের দেখা মেলেনি। আগের দিন শুরু হওয়া বৃষ্টি রাতে কিছুটা কমে এলেও সকাল থেকে আবারও চলে থেমে থেমে। দুপুরে নামে মুষলধারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ এবং এখনো মৌসুমি বায়ু সক্রিয় থাকার প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে। আগামীকাল নাগাদ বৃষ্টি কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তরপশ্চিমাংশ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।