মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি

নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ সংবাদদাতা
  ০৭ অক্টোবর ২০২৩, ১২:১২

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও  ৫ জন।
নিখোঁজ ৫ জন হলেন, জান্নাতুল মাওয়া (১০) ও সাফা (৪), মারোয়া(৮), ইমাদ হোসেন (২) ও ছাব্বির হোসেন (৪০)।
শুক্রবার (৬ অক্টেবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় সে সময় ৫ জনকে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন আরও ৬ জন।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) খান ইলিয়াস জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে।
বিআইডব্লিউটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার উপ পরিচালক ওবাইদুল করিম জানান, ঘটনার পরে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস বিআইডব্লিটিএ উদ্ধার অভিযান চালায়। চিরকিশোরগঞ্জ ঘাটের ৫০০ মিটার দূর থেকে আজ সকালে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।