ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সাভার ও রাজশাহীতে মুসুল্লিদের ঢল 

সাভার ও রাজশাহী সংবাদদাতা
  ১৩ অক্টোবর ২০২৩, ১৯:০০

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই বিক্ষোভে ঢল নামে হাজার হাজার সাধারণ মানুষের।
বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলের পণ্য বর্জনেরও আহ্বান জানান বক্তারা।
শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বের হয় সকল শ্রেণির মুসল্লিরা।
পরে মিছিলগুলো বাইপাইল ত্রিমোড়ে এসে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। এসময় বাইপাইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মহাসড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে মসজিদের খতিব ও ইমামরা বক্তব্য রাখেন।  
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন - কাজী হাবিবুর রহমান, মুফতি শাহরিয়ার হোসেন, আলমগীর হোসেন, মুহাম্মদ উল্লা হাফেজি, মুফতি মাহমুদুল কবির, মুফতি ইলিয়াস হোসেন, মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই-বোনেরা রক্তে রঞ্জিত হচ্ছেন। মুসলমানদের ব্যথায় ব্যথিত হয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা সকলেই জানি ফিলিস্তিনের মুসলমানরা আজ মজলুম। দখলদার ইহুদি সাম্রাজ্য অন্যায়ভাবে অবিচার করে চলেছে। আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকতে পারি না। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে। ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে অত্যাচারী দখলদারদের।  
এসময় ইসরায়েলের আগ্রাসন থেকে নির্যাতিত ফিলিস্তিনিদের মুক্তির জন্য দোয়া করে শেষ হয় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশ।


আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ
ফিলিস্তিনের গাজা উপতক্যায় বসবাসকারী জনগণের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পরে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট বড় মসজিদ প্রাঙ্গনে কয়েকটি ইসলামী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল সাহেববাজার জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কামারুজ্জামান চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক’শ মুসল্লি অংশগ্রহণ করেন।
এর আগে সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ আহলে হাদিস জামাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা এসএম আব্দুল লতিফ, জাতীয় ইনসাফ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম আযম, বাংলাদেশ আহলে হাদিস ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌহিদ বিন তোফাজ্জল হক, জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলার সভাপতি মাওলানা মাহমুদ মোস্তফা আল মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা।