বাঁশখালীর গুনাগরি-মোশারফ আলী মিয়ার বাজার সড়কের বাড়ির সামনে থেকে নূর উল্লাহ মাপি নামে ছয় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১১ অক্টোবর শিশুটি নিখোঁজ হলেও পাঁচদিনেও খোঁজ মেলেনি।
গায়ের রঙ শ্যামলা। কেউ শিশুটির খোঁজ পেলে এই নাম্বারে ০১৮১৫১৯৭৭২২ যোগাযোগের অনুরোধ করেছেন শিশুটির বাবা নুরুল আনছার।
শিশুটির বাবা নুরুল আনছার জানান, আমার সঙ্গে কারো কোনো শত্রুতাও নেই। গত ১১ অক্টোবর সন্ধ্যায় আমার ছেলে বাড়ির সামনে রাস্তায় যায়। ওর মা বাসায় কাজ করছিলেন। ১৫ থেকে ২০ মিনিট পর তিনি বাইরে এসে দেখেন ছেলে নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও কোথাও পাইনি। পরদিন বাঁশখালী থানায় জিডি করেছি। জিডি নম্বর-৬৬১। পুলিশের লোকজন দুইবার আসলেও তাদের কোনো তৎপরতা দেখছি না।
অভিযোগের বিষয়ে বাঁশখালী বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরির্শক (এসআই) মুজিবুর রহমান জানান, শিশুটিকে খুঁজে বের করতে চেষ্ঠা করা হচ্ছে। কোন ক্লু পাচ্ছি না। এখানেতো আগে এ ধরনের কোনো ঘটনা হয়নি।