আজ সোমবার সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বক্তব্য রাখবেন বলে জানা গেছে । তিনি সেনাবাহিনীর স্বার্থ রক্ষা এবং করণীয় বিষয়ে বক্তব্য দেবেন। সেনাবাহিনীকে যেভাবে বিতর্কিত করা হচ্ছে সেটা কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সেনাবাহিনীর অবিচল থাকার ঘোষণা আসতে পারে। গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান জানানো হতে পারে। আগামী ডিসেম্বরের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর স্থির ভূমিকার কথা ঘোষণা দিতে পারেন সেনাপ্রধান।