ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে হত্যা, সৎ মা গ্রেফতার

মোরেলগঞ্জ সংবাদদাতা
  ১৯ অক্টোবর ২০২৩, ১২:০৫

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত শিশু সিফাত খানকে (৩) বিছনা থেকে চুরি করে নিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে নিহত শিশুর মা লাভলী বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 
মামলার একমাত্র আসামি শিশুটির সৎ মা সাজেদা বেগমকে (৪৫) পুলিশ গ্রেফতার করে আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করেছে। 
এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুটিখালী গ্রামের কৃষক আসাদুল খানের প্রথম সংসারের ২য় সন্তান সিফত খানকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে চুরি করে নিয়ে হত্যা করে ডোবায় ফেলে রাখে দুর্বৃত্তরা। পরদিন বুধবার বেলা ১ টার দিকে শিশুটির মরদেহ পাওয়া যায়। 
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, শিশু হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।