শান্তি সমাবেশে ওবায়দুল কাদের 

নির্বাচনী সরকারে প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনাই

নিজস্ব প্রতিবেদক
  ১৯ অক্টোবর ২০২৩, ১২:৪৭

বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনি শেষ বার্তা দিয়েছেন ক্ষমতা ছেড়ে দিতে। আমি আপনাকে শেষ বার্তা দিচ্ছি- আগামী নির্বাচনী সরকারে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন।’
গতকাল বুধবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ‘শান্তি সমাবেশে’ ওবায়দুল কাদের এ কথা বলেন। বঙ্গবন্ধুর ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এ সমাবেশের আয়োজন করে। বিএনপির অবরোধ কর্মসূচি মোকাবিলায় দলের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অবরোধ করলে পাল্টা অবরোধ করুন। দাঁড়াতে দেব না। আর অবরোধ যারা করবে, ঢাকা অচল যারা করবে, তাদের বিরুদ্ধে বন্ধুরা কী ব্যবস্থা নেয় আমরা তা দেখব।’ দলের নেতাকর্মীদের উদ্যম ও প্রত্যয় ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ স্পিরিট যেন থাকে। কেউ কেউ বলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে স্পিরিট বাড়ে, সরকারি দলে থাকলে একটু নরম নরম। এখন তো দেখছি স্পিরিট আছে।’
বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুলের পকেট গরম, মালপানি ভালো আসছে। উনার পকেট গরম, কথাও গরম। হুশিয়ারি দেন, আমাদের ধমক দেন, ভয় দেখান। মির্জ ফখরুল পাঁচ তারকা হোটেলে নাশতা খেয়ে অনশন করেন তিন ঘণ্টা। আড়াই ঘণ্টা পর বিদেশি জুস খেয়ে অনশন বন্ধ করে দেন।’
বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘এ আন্দোলন তারা করছে, আমাদের বার্তা দিচ্ছে, দিনক্ষণ বলে দিচ্ছে, কবে ক্ষমতা ছেড়ে দিতে হবে। ফখরুল সাহেবকে বলতে চাই, আজ নয়-কাল, এভাবে বলবেন না। আপনারা কে বার্তা দেওয়ার? আর ক্ষমতা কার কাছে দেবেন শেখ হাসিনা? আপনার কাছে, নাকি দ-িত যুবরাজ তারেক রহমানের কাছে? আমিও বার্তা দিয়ে দিচ্ছি, শেষ বার্তা। আপনি শেষ বার্তা দিয়েছেন ক্ষমতা ছেড়ে দিতে, আমি আপনাকে শেষ বার্তা দিচ্ছি- আগামী নির্বাচনী সরকারে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন।’
শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন এমন বার্তা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বার্তা দিয়ে দিচ্ছি, নির্বাচনের পর আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসবেন। এটাই আমাদের বার্তা, অন্যথা হবে না।’
সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বক্তারা বলেন, ‘এরা (বিএনপি-জামায়াত) অস্ত্র সংগ্রহ করছে, চোরাই পথে অস্ত্র আনছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরা আগামীতে একটা নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। অতন্দ্র প্রহরীর মতো সজাগ থেকে রাজপথ দখলে রাখতে হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি ও দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।