মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস সচিব বলেন, এ ব্যাপারে আমরা এমন একটা সমাধানে যাবো, যাতে করে দুই দেশই লাভবান হয়। এ বিষয়ে সামনে একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াবে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।
আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হবে তা দুই পক্ষের জন্যই মঙ্গলজনক হবে বলে তিনি মনে করেন।