বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের: এস জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ এপ্রিল ২০২৫, ২২:৩০

বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে ভারতের। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই মন্তব্য করেছেন।
সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের ‘সেভেন সিস্টার্স’ খ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের করা মন্তব্যের পরেই তিনি এ কথা বললেন।
জয়শঙ্কর বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলে বহুক্ষেত্রীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতার জন্য আন্তর্জাতিক মঞ্চ ‘বিমসটেক’র বিষয়ে নিজেদের দায়িত্ব সম্পর্কে ভারত সচেতন।
জয়শঙ্কর জানান, বঙ্গোপসাগরে প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটারের উপকূলরেখা রয়েছে ভারতের। বঙ্গোপসাগরে এটিই দীর্ঘতম উপকূলরেখা। বিমসটেকের পাঁচ সদস্য রাষ্ট্রের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে এবং সেগুলোর মধ্যে বেশিরভাগ দেশকেই যুক্ত করে ভারত।
তিনি আরও জানান, ভারত বিশ্বাস করে সহযোগিতা একটি সার্বিক দৃষ্টিভঙ্গির বিষয়, কেবল একটি লাভদায়ক বা সুবিধাজনক বিষয়কে বেছে নেওয়া নয়।
গত সপ্তাহেই চার দিনের চীন সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেছেন, ভারতের সেভেন সিস্টার্স ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত একটি অঞ্চল এবং ওই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ, চীন যেটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্যক্রম প্রসারের কথা ভাবতে পারে।

সূত্র: এনডিটিভি, বিবিসি