জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে স্বাবলম্বী করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে মাতুয়াইল তামীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা সংলগ্ন মাঠে দরিদ্রতা বিমোচনে বেকারত্ব দূরীকরণে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানার উদ্যোগে অটোরিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দরিদ্রতা ও বেকারত্ব দূর করার মাধ্যমে প্রত্যেক নাগরিককে স্বাবলম্বী করতে হবে, যা আগের কোনো সরকার করেনি। আগামীতে জামায়াতে ইসলামীকে দেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে উন্নয়নশীল বাংলাদেশকে উন্নত বাংলাদেশে রূপ দেওয়া হবে।
সভা শেষে নেতারা তিনজন বেকার যুবকে অটোরিকশা দেন। এসময় ঢাকা মহানগরী দক্ষিণের এবং যাত্রাবাড়ী পূর্ব থানার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।